Google Photos থেকে অ্যালবাম ডাউনলোড করতে পারছেন না? জেনে নিন...



Gamebazz ডেস্ক: বেশিরভাগ Android ফোনে সব ছবিই অটোমেটিক্যালি Google Photos-এ সেভ হয়। আর তা যদি না হয়, তাহলে Google Photos সেটিংস থেকে ব্যাকআপ এনাবল করে নিজের ফোনের সব ছবি ক্লাউড ব্যাকআপ করে রাখতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে 15GB পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে Google Photos। এই অ্যাপ ব্যবহার করে আরও সহজেই নিজের ফোনের ছবি খুঁজে পাবেন। এছাড়াও, Google Photos ব্যবহার করেন না এমন ব্যক্তির সঙ্গে নিজের পছন্দের ছবি ও অ্যালবাম শেয়ার করতে পারবেন।


ব্রাউজার থেকে Google Photos অ্যালবাম শেয়ার করার পদ্ধতি -


* ব্রাউজারে Google Photos ওয়েবসাইট ওপেন করুন। এবার বাঁ দিকে মেনু থেকে Album অপশন সিলেক্ট করুন।

* থ্রি ডট মেনু থেকে অ্যালবামগুলির উপরে মাউস কার্সর হোভার করুন। এখানে Share Album অপশনটি বেছে নিন।

* যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে চান, তাঁর ইমেইল অ্যাড্রেস দিয়ে দিন। এছাড়াও, অন্যান্য পদ্ধতি অবলম্বন করে অ্যালবাম শেয়ার করা যাবে।


ব্রাউজার থেকে Google Photos অ্যালবাম ডাউনলোডের পদ্ধতি -


* যে অ্যালবাম ডাউনলোড করতে চান, সেটা ওপেন করে ডান সিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।

* ড্রপ ডাউন মেনু থেকে Download All অপশন সিলেক্ট করুন।


মোবাইল থেকে Google Photos অ্যালবাম ডাউনলোডের পদ্ধতি -


মোবাইল থেকে Google Photos অ্যালবামের ছবি ডাউনলোড করা সম্ভব নয়। যদিও, কম্পিউটার থেকে ডাউনলোড করে তা মোবাইলে ট্রান্সফার করতে পারেন।