ইনস্টাগ্রাম রিলস থেকে প্রচুর রোজগারের সুযোগ! জানুন কীভাবে



Gamebazz ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই বিপুল জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রাম। যে কোন ব্যবসাকে জনপ্রিয় করার জন্য ফেসবুকের এই ফটো শেয়ারিং অ্যাপের সাহায্য নেয় কোম্পানিগুলি। লঞ্চের পর থেকে একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে এই অ্যাপ। টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রাম নিয়ে এসেছিল রিলস।


ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম রিলস। এতদিন রিলস তৈরির জন্য সরাসরি কোন টাকা দেওয়া হত না। কিন্তু তাও রিলস পোস্ট করে বিপুল পরিমাণ রোজগার করা সম্ভব। দেখে নিন ভারতে ইনস্টাগ্রাম রিলস থেকে রোজগার করবেন কীভাবে?


গত বছর ইনস্টাগ্রাম রিলস এর মাধ্যমে গ্রাহকরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড কতে পারেন। পরে এই সময়সীমা বাড়িয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে। যা এখন বেড়ে হয়েছে ৬০ সেকেন্ড। ইনস্টাগ্রাম রিলস এর এডিটিং টুল ব্যবহার করেই এই ছোট ভিডিও বানানো সম্ভব।


ইনস্টাগ্রাম রিলস তৈরি করবেন কীভাবে?


স্টেপ ১। ইনস্টাগ্রাম ওপেন করে ডান দিকে সোয়াইপ করে ক্যামেরা ওপেন করে রিলস সিলেক্ট করুন।


স্টেপ ২। এখানে ক্যামেরার মাধ্যমে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। চাইলে গ্যালারির ভিডিও ব্যবহার করা যাবে।


স্টেপ ৩। এখানে অডিও, স্পিড, এফেক্ট ও অন্যান্য অপশন দেখতে পাবেন। ভিডিও তৈরি করার জন্য যে কোন মিউজিক পছন্দ করা যাবে।


স্টেপ ৪। এবার ভিডিও প্রিভিউ করে রিলসে আপলোড করে দিন। এখানে ক্যাপশন ও ট্যাগ ব্যবহার করা যাবে।


ইনস্টাগ্রাম রিলস কোথায় দেখা যাবে?


ইনস্টাগ্রাম রিলস দেখার জন্য অ্যাপের মধ্যে সার্চ বাটনের পাশের ট্যাব সিলেক্ট করতে হবে।


ইনস্টাগ্রাম রিলস থেকে রোজগার করবেন কীভাবে?


এখনও রিলস পোস্ট করার জন্য গ্রাহকদের কোন টাকা দেয় না ইনস্টাগ্রাম। যদিও রিলস থেকে পেইড প্রোমোশনের মাধ্যমে রোজগার করা সম্ভব। ইনস্টাগ্রাম রিলস থেকে রোজগারের উপায় দেখে নিন:


স্টেপ ১। রিলস এর প্রমোশনাল গান সিলেক্ট করুন।


স্টেপ ২। এবার যে কোন ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করুন। এখানে আপনি যে কোন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।


 স্টেপ ৩। খাদ্য রসিক হলে কোন রেস্তোরাঁর সঙ্গে হাত মিলিয়ে খাবার সঙ্গে নিয়ে রিলস পোস্ট করতে পারেন।


স্টেপ ৪। এই ভাবে প্রোডাক্ট রিভিউ না করেই রোজগার করা যাবে।


ভবিষ্যতে রিলস পোস্ট করার জন্য টাকা দেবে ইনস্টাগ্রাম?


হ্যাঁ। ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। এর ফলে ইনস্টাগ্রাম রিলস পোস্ট করে রোজগার করতে পারবেন ইনস্টাগ্রাম গ্রাহকরা। যদিও কবে এই ফিচার শুরু হবে সেই বিষয়ে এখনও মুখ খোলেনি ইনস্টাগ্রাম।