আধার এনরোলমেন্ট নম্বর ভুলে গিয়েছেন? অনলাইনে যেভাবে ডাউনলোড করবেন



Gamebazz ডেস্ক: ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড। প্রায় সব কাজেই আজকাল আধার কার্ড ব্যবহৃত হয়। আধার কার্ডের নীচে একটি 12 ডিজিটের সংখ্যা থাকে, যা UID নামেও পরিচিত। এই নম্বরের সাহায্যে যে কোনও জায়গায় আধার অথেন্টিকেশন করতে পারবেন।


এই আধার নম্বর মনে রাখতে পারলে আর সঙ্গে কার্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে না।। এছাড়াও, এই আধার নম্বরের সাহায্যেই যে কোনও সময়ে অনলাইনে আধার কার্ডও ডাউনলোড করতে পারেন। কাজেই এই এনরোলমেন্ট নম্বর যে কতটা জরুরি, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদিও, এই নম্বর বেমালুম ভুলে যাওয়ারও একটা চান্স রয়েছে। তবে, চিন্তার কোনও কারণ নেই। অনলাইনে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে খুব সহজেই আধার নম্বর জেনে নিতে পারবেন। 


আধার নম্বর জানতে কী কী প্রয়োজন?


* আধার নম্বরের সঙ্গে ফোন নম্বর লিঙ্কড থাকতে হবে।

* মোবাইল নম্বরে ইনকামিং SMS পরিষেবা চালু থাকতে হবে।

* একটি সক্রিয় ইন্টারনেট কানেকশন।


আধার নম্বর জানার উপায় -


* প্রথমেই http://resident.uidai.gov.in/ ওয়েবসাইট ওপেন করুন।

* এবার MyAadhaar বাটনে ক্লিক করুন।

* স্ক্রোল ডাউন করে Aadhaar Services বিভাগে যান।

* এবার Retrieve Lost or Forgotten EID/UID সিলেক্ট করুন।

* আপনার ফোনে আসা OTP দিয়ে ক্যাপচা কোড দিন।

* এর পরে নিজের ফোন নম্বরে আধার নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর SMS এর মাধ্যমে পাঠিয়ে দেবে UIDAI।

* পরবর্তী পেজে আধার নম্বর দেওয়ার অপশন পাবেন (নোট এনরোলমেন্ট আইডি চাইলে এখানে EID সিলেক্ট করুন)।

* এবার আধারে আপনার যে নাম রয়েছে তা টাইপ করুন। এর পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা ইমেল আইডি টাইপ করুন। আপনার ফোন অথবা ইমেইলে OTP পাঠাবে UIDAI। তাই, SMS অথবা ইমেইল যে পরিষেবা আপনার হাতের কাছে রয়েছে, সেটিকে বেছে নিন।