RTO অফিসে না গিয়ে বাড়িতে বসেই করুন ড্রাইভিং লাইসেন্স রিনিউ, জানুন সহজ পদ্ধতি



Gamebazz ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আর RTO অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। এবার থেকে অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। এমনকী অনলাইন লার্নার লাইসেন্সের জন্যও আবেদন করা যাবে। আধারের মাধ্যমে eKYC করে আপনার জমা করা সব ফর্ম সেভ করে রাখতে পারবেন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে যা করবেন -


১. প্রথমেই পরিবহন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan/ ওপেন করুন।

২. এখানে বাঁ দিকের মেনুতে Apply Online অপশনটি বেছে নিন।

৩. এবার Driving License Related Services অপশন সিলেক্ট করুন।

৪. যে রাজ্য থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিলেন তা সিলেক্ট করুন।

৫. এবার আপনার ব্রাউজারে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে।

৬. তারপরে Apply Online-এ ক্লিক করে Services On Driving License অপশন সিলেক্ট করুন।

৭. এখানে কী ভাবে অবেদন পত্র জমা দিতে হবে, তা জানতে পারবেন। পরের ধাপে যাওয়ার আগে ভালো করে নির্দেশিকা পড়ে নিন। এর পরে Next সিলেক্ট করুন।

৮. এবার আপনার জন্মের তারিখ ও বর্তমান ড্রাইভিং লাইসেন্স নম্বর, পিন কোড ও অন্যান্য তথ্য দিয়ে দিন।

৯. তারপর Required Services-এ পৌঁছে যাবেন, যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের সব সার্ভিস সম্পর্কে জানতে পারবেন। এখানে অপশনে Renewal সিলেক্ট করুন।

১০. এবার আপনার ব্যক্তিগত ও গাড়ি সংক্রান্ত তথ্য দিতে হবে।

১১.  নিজের ছবি ও সই আপলোড করুন। এই ফিচার নির্দিষ্ট কিছু রাজ্যের জন্যই প্রযোজ্য।

১২. আপনার মেডিক্যাল সার্টিফিকেটে কোনও পরিবর্তন হলে টেস্টের জন্য স্লট বুক করুন।

১৩. এই স্টেপের পরে আপনাকে অ্যাকনলেজমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি নিজের অ্যাপ্লিকেশন আইডি দেখে নিতে পারবেন। সেই তথ্য প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন। এছাড়াও আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে SMS আসবে।

১৪. ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।