Driving Licence রিনিউ করতে সমস্যায় পড়ছেন ? বাড়িতে বসে খুব সহজে যেভাবে করবেন



Gamebazz ডেস্ক: করোনাকালে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আমজনতার নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আগে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য় প্রয়োজন হত RTO অফিসে যাওয়ার। কিন্তু সেই নিয়মে বিস্তর পরিবর্তন এসেছে।বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে অনলাইনের মাধ্য়মে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা সম্ভব এবং পুরো প্রক্রিয়া অত্য়ন্ত সহজ। যে কোনও ইন্টারনেট ব্য়বহারকারী অনলাইনে লাইসেন্স রিনিউ করতে পারবেন। শুধু তাই নয়, eKYC পদ্ধতিতেও পুরো কাজটি করা সম্ভব। এই পদ্ধতিতে সময়ও কম খরচ হয়।


১- প্রথমে পরিবহণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ওয়েব সাইটটি হল- https://parivahan.gov.in/parivahan/


২- তারপর সেখান থেকে অ্য়াপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে।


৩- ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে।


৪- কোন রাজ্য় থেকে সার্ভিস নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে।


৫- রাজ্য় সিলেক্ট করার পরেই অন্য় একটি পেজ খুলে যাবে।


৬- সেখানে অ্য়াপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সার্ভিসের উপর ক্লিক করতে হবে।


৭- সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটিকে ভালো করে পড়ে নিয়ে ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে।


৮- সেখানে জন্মদিন, বর্তমান লাইসেন্স নম্বর, পিন কোড এবং অনান্য় বিভিন্ন অংশ ফিল করতে হবে।


৯- সেখানে কী কী সার্ভিস চাইছেন তার একটা তালিকা আসবে। সেখান থেকে রিনিউয়াল অপশন বেছে নিতে হবে।


১০- এর পর আরও একটি ফর্ম আসবে। সেখানে ব্য়ক্তিগত বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি গাড়ির বেশ কিছু তথ্য় সাবমিট করতে হবে।


১১- এর পর সেখান থেকে ছবি ও সই আপলোড করতে হবে। তবে সব রাজ্য়ের ক্ষেত্রে এই ফিচার পাওয়া যাবে না। সেক্ষেত্রে সই ও ছবির জন্য় আবেদনকারীকে যেতে হবে RTO অফিসে।


১২- এর পর টেস্ট ড্রাইভের জন্য় স্লট বুক করতে হবে। সেই অনুযায়ী সময়ে গিয়ে টেস্ট ড্রাইভ দিতে হবে।


১৩- এর পর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি স্লিপ বেরিয়ে আসবে। যেখানে আবেদনের নম্বর ও সাবমিট করা বিভিন্ন তথ্য় লেখা থাকবে। একটি SMS নোটিফিকেশনও পাবেন আবেদনকারী। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে ২০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে সেই টাকা জমা দেওয়া সম্ভব।