ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন! ছোট্ট ট্রিকেই হবে আনলক



Gamebazz ডেস্ক: স্মার্টফোন এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এতে আমাদের অনেক পার্সোনাল ডিটেইলস, ফোটো, চ‍্যাট আর পার্সোনাল তথ্য থাকে। এই জন্য আমরা ফোনে পাসওয়ার্ড বা প‍্যাটার্ন লক লাগিয়ে রাখি। সুরক্ষার জন্য এটি খুবই ভালো কিন্তু কিছু সময় পাসওয়ার্ড ভুলেও যাই আমরা। এমতাবস্থায় বার বার পাসওয়ার্ড দিলে ফোন খোলে না। কিন্তু আপনি কি জানেন যে ফোন লক হ‌ওয়ার পরেও স্মার্টফোন আনলক করা যায়। এর জন্য কিছু ট্রিকস সম্পর্কে আমরা আপনাকে জানাবো।


বেশিরভাগ সময় ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে ইউজার্স‌রা মোবাইল শপ বা স্টোরে চলে যায়। এই কাজের জন্য মোবাইল শপ এবং সার্ভিস স্টোর আপনার থেকে টাকা নেয়। কিন্তু আমাদের বলা উপায়ের মাধ‍্যমে আপনি এই অসুবিধা‌র সমাধান ঘড়ে বসেই করতে পারবেন।


গুগল ডিভাইস ম‍্যানেজার করবে আপনার কাজ আরো সহজ


গুগল ডিভাইস ম‍্যানেজার থেকে ফোন আনলক করার জন্য আপনার ফোনে ইন্টারনেট চলা জরুরি, গুগল একাউন্ট লগইন আর GPS ও সাথে ওপেন থাকতে হবে।


সবার আগে অন্য কারো ফোন বা কম্পিউটার থেকে google.com/android/devicemanager ওপেন করুন।

নিজের Google একাউন্টে সাইন ইন করুন।

সেই ফোনটিকে সিলেক্ট করুন যেটি আপনি আনলক করতে চান।

‘লক’ অপশন সিলেক্ট করুন আর নতুন পাসওয়ার্ড টাইপ করুন।

এখন আপনার ফোনের স্ক্রিনে পাসওয়ার্ড মোছা যাবে। নতুন পাসওয়ার্ড দিলে ফোন আনলক হয়ে যাবে।



যদি আপনার জন্য উপরে বলা উপায়টি কাজ না করে তাহলে আপনি ফোনের ফ‍্যাক্ট্রি ডেটা রিসেট করে নিজের ফোন আনলক করতে পারবেন।


সবার আগে নিজের ফোন সুইচ অফ করুন।

এক মিনিট পরে এখন পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে চেপে রাখুন।

এর ফলে ফোন রিকভারি মোডে চলে যাবে। এখন Factory reset অপশন সিলেক্ট করুন।

ফোন পুরোপুরি ক্লিন করার জন্য Wipe Cache অপশন সিলেক্ট করুন।

এক মিনিট অপেক্ষা করে নিজের ফোন স্টার্ট করুন।

এখন আপনি পাসওয়ার্ড না দিয়েই নিজের ডিভাইস ব‍্যবহার করতে পারবেন।