Gamebazz ডেস্ক: আপনি কি কোথাও কর্মরত? তাহলে আপনার নিশ্চয়ই একটি স্যালারি অ্যাকাউন্ট আছে। প্রতি মাসে আপনার বেতন এই অ্যাকাউন্টে আসে। অনেক কোম্পানি আছে যারা ঠিক করে দেয় আপনার বেতন কোন অ্যাকাউন্ট আসবে। আবার অনেক কোম্পানি আপনার পুরানো অ্যাকাউন্টকে স্যালারি অ্যাকাউন্টে রূপান্তর করে। এমন পরিস্থিতিতে যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) থাকে, তাহলে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছাড়াও আরও অনেক সুবিধা পাবেন।
এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট - sbi.co.in অনুসারে, এসবিআই স্যালারি অ্যাকাউন্টের সুবিধাগুলির মধ্যে রয়েছে বীমা সুবিধা এবং ব্যক্তিগত লোন, হোম লোন, গাড়ি লোন, শিক্ষাক্ষেত্রে লোন ইত্যাদিতে ছাড়। এটি ছাড়াও, আরও কিছু সুবিধা রয়েছে যা এসবিআই স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের জানা উচিত।
এসবিআই স্যালারি অ্যাকাউন্টের 5 সুবিধা
১. দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে ডেথ কভার (Accidental death cover), স্টেট ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট-এ ২০ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ কভার পাওয়া যায় ৷
২. এয়ার অ্যাক্সিডেন্টাল ডেথ কভার (Air accidental death cover), এসবিআইয়ের ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে বিমান দুর্ঘটনায় এসবিআইয়ের স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকদের দুর্ঘটনায় মৃত্যু হলে ৩০ লক্ষ টাকার বিমা দেওয়া হয় ৷
৩. লোনের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রসেসিং-এ ছাড় (50% rebate in loan processing fee), লোন আবেদনের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রসেসিং ফিতে ছাড়, স্যালারি অ্যাকাউন্ট যাঁদের আছে তাঁরা হোমলোন, পার্সোনাল লোন-সহ একাধিক লোনে ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন ৷
৪. ওভারড্রাফটের সুবিধা (Overdraft Facility), ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের ওভারড্রাফট সুবিধার অন্তর্গত ব্যাঙ্কের পক্ষ থেকে এক সঙ্গে ২ মাসের স্যালারি আগাম পেতে পারেন ৷
৫. লকার চার্জে ছাড় (Rebate in locker charges), এছাড়াও যাঁদের স্যালারি অ্যাকাউন্ট আছে তাঁদের ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে ৷এছাড়াও গ্রাহকদের SMS অ্যালার্ট, বিনামূল্যে অনলাইন NEFT/RTGS যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে আনলিমিটেড লেনদেন, মাল্টি সিটি চেকের সুবিধা রয়েছে ৷