আবার ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের



Gamebazz ডেস্ক: পেট্রোল ১০২ নটআউট। নার্ভাস নিইন্টিতে ডিজেল। এবার ৯০০ পার করল রান্নার গ্যাস। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে ২ সপ্তাহের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্য়াস সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। 


অগাস্টের পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে ২ সপ্তাহের মধ্যে এলপিজি-র সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। শুধু, চলতি বছরই এলপিজি’র দাম বাড়ল ২৪১ টাকা। এই নিয়ে পরপর তিনমাস ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম। 


এর ফলে, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি ৯১১ টাকা দাম হয়েছে রান্নার গ্যাসের। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্য়বিত্তের মাথায় হাত।