এবার আকাশে বিদ্যুৎচালিত ট্যাক্সি ওড়াবে NASA



Gamebazz ডেস্ক: এবার আকাশে ট্যাক্সি চালাবে নাসা। তার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। আগামি ১০ সেপ্টেম্বর পর্যন্ত NASA তার এই বিশেষ পরীক্ষা চালাবে। নাসা তার এই বিশেষ প্রকল্পটার নাম দিয়েছে testing electric vertical takeoff and landing বা সংক্ষেপে  eVTOL। তার এই প্রকল্পটি Advanced Air Mobility (AAM)-র আওতাভুক্ত। আগামি শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইলেক্ট্রিক ফ্লাইট বেস বিগ সুর-এ এর চূড়ান্ত টেস্ট ডে ধার্য হয়েছে।


এই পরীক্ষা সফল হলে NASA আগামি দিনে শহরাঞ্চলে বা তার সন্নিহিত এলাকার আকাশপথে বিদ্যুৎচালিত এই এয়ার ট্যাক্সি চালাবে বলে পরিকল্পনা করে রেখেছে। এই পরিবহনের মাধ্যমে মানুষ ও মালপত্র দুইই সাফল্য়ের সঙ্গে বহন করা যাবে।


তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আরও অনেকগুলি বিষয় খতিয়ে দেখে নেওয়ার পরিকল্পনাও আছে। যেমন সংশ্লিষ্ট এলাকার আকাশে কতটা এয়ারস্পেস পাওয়া যাবে বা এয়ার ট্যাক্সির লোকেশন কোথায় কোথায় কী ভাবে করা যাবে ইত্যাদি।