WhatsApp-এর নতুন ফিচার্স! যে কোনও ছবি এবার কনভার্ট হবে স্টিকারে



Gamebazz ডেস্ক: WhatsApp-এ এমন অনেক ফিচার্সই রয়েছে, যেগুলির মাধ্যমে রাগ, খুশি, দুঃখ আরও কত কী প্রকাশ করা যায়! তার সঙ্গেই আবার পাল্লা দিয়ে ভিডিয়ো ও ছবিও শেয়ার করা যায়। শুধু তাই নয়। স্টিকার্স থেকে শুরু করে GIF, ডুডল ইত্যাদিও শেয়ার করতে পারেন WhatsApp ইউজাররা। এছাড়াও, শর্ট ভিডিয়োকে GIF-এ কনভার্ট করার ফিচার্স, থার্ড পার্টি স্টিকার্স অ্যাপের সংযোজন ইত্যাদিও রয়েছে WhatsApp-এ।


এখানেই শেষ নয়। এবার আরও এক চমৎকার ফিচার্স নিয়ে হাজির হচ্ছে বিশ্বের এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। WABetaInfo-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, খুব সম্প্রতিই এমন একটি ফিচার্স নিয়ে হাজির হচ্ছে WhatsApp, যার সাহায্যে যে কোনও ছবিকে স্টিকারে কনভার্ট করতে পারবেন গ্রাহকরা। এমনই একটা ফিচার ছিল WhatsApp-এ। কিন্তু, তা স্রেফ আপনার ছবিকেই GIF-এ কনভার্ট করার ফিচার্স এবং তাও আবার থার্ড পার্টি অ্যাপের সাহায্যে। এবার অ্যাপের মধ্যেই নিজের ছবি তো বটেই, সেই সঙ্গেই আবার যে কোনও ছবিকে GIF-এ কনভার্ট করতে পারবেন গ্রাহকরা।


WABetaInfo-র রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, Android ও iOS দুই প্ল্যাটফর্ম থেকেই এই ফিচার ব্যবহার করা যাবে। Caption বারে View Once অপশনের ঠিক ডান দিকে থাকবে নতুন স্টিকার আইকন। গ্রাহকরা যেই এই Caption বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপলোড করা ছবিটি আপনার সামনে একটি স্টিকার হিসেবে ধরা দেবে। একটি স্কোয়্যার বক্স ফরম্যাট থাকবে, যা অনেকটা থার্ড পার্টি স্টিকার্স প্যাকের মতোই দেখতে। এখনও পর্যন্ত শেয়ার করার আগে স্টিকার্স এডিট করার কোনও উপায় নেই।


আপাতত ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এই WhatsApp ফিচার। অর্থাৎ, কোম্পানি এখন ফিচারটি টেস্টিং করছে। সূত্রের খবর, খুব শিগগিরই এই ফিচারটি হাজির হবে Android এবং iOS ইউজারদের জন্য। তবে, বিটা ইউজারদেরও এই ফিচার টেস্ট করার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।