আর দোকানে দৌড় নয়, আধার কার্ড থাকলে বাড়ি বসেই সেকেন্ডে পাবেন সিম কার্ড





Gamebazz ডেস্ক: আধার কার্ডের সাহায্যে এবার থেকে বাড়ি বসেই পেয়ে যাবেন সিম কার্ড (Sim Card)। সম্প্রতি এমনই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। এর ফলে অনলাইনে আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমেই সিম অর্ডার করতে পারবেন গ্রাহকরা। সিম কার্ডের অর্ডার পেলে তা বাড়িতে ডেলিভার করবে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি। তবে এর জন্য গ্রাহকের কাছে Digilocker অ্যাপ থাকা জরুরি এবং সেই অ্যাপে আধার বা অন্য সরকারি নথি যাচাই করা থাকতে হবে।


সম্প্রতি এক নির্দেশিকায় টেলিকম দফতর জানিয়েছে, “অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে বাড়ি বসেই মোবাইল কানেকশন পাবেন গ্রাহকরা। UIDAI এর ইলেকট্রনিক ভেরিফাই করা নথি অথবা Digilocker এর মাধ্যমে অর্ডার করা যাবে সিম কার্ড।”


বাড়ি বসেই সিম কার্ড অর্ডার করবেন কী ভাবে?

নতুন মোবাইল কানেকশনের ভেরিফিকেশনের জন্য গ্রাহককে 1 টাকা খরচ করতে হবে। UIDAI এর আধারের মাধ্যমে e-KYC এর মাধ্যমে নতুন মোবাইল কানেকশন সহজেই পাওয়া যাবে। 


বাড়ি বসে কতগুলো সিম অর্ডার করা যাবে?

এই পদ্ধতির মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ একটি সিম কার্ড কিনতে পারবেন।


বাড়িতে মোবাইল সিম কার্ড ডেলিভারি সম্ভব কী ভাবে?

জানা গেছে, 1885 এর ভারতীয় টেলিগ্রাফ আইন অনুযায়ী, 2019-এর জুলাইয়ে আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে মোবাইল সিম কার্ড কেনার e-KYC পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। তবে এর শর্ত একটাই, Digilocker-এ নথি যাচাই থাকতে হবে।


Digilocker এর সাহায্যে মোবাইল সিম কার্ড কেনার পদ্ধতি কী?

এক্ষেত্রে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পরিবারের অন্য কোনও সদস্যের ফোন নম্বর ব্যবহার করেও নতুন সিম কার্ড কিনতে পারবেন গ্রাহক। উল্লেখিত নম্বরে একটি OTP পৌঁছবে, যা ব্যবহার করে ভেরিফিকেশন শেষ করে নতুন সিম কেনা যাবে।


প্রিপেড-পোস্টপেডে নম্বর পরিবর্তন করা যাবে?

OTP এর মাধ্যমে যে কোনও প্রিপেড নম্বরকে পোস্টপেড ও পোস্টপেড নম্বরকে প্রি-পেডে বদল করাও যাবে।


মোবাইল ফোন সিম কেনার কোন বিকল্প পদ্ধতি রয়েছে?

এছাড়াও আগের মতোই টেলিকম সংস্থার দোকানে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে মোবাইল সিম কার্ড কেনা যাবে। এই পদ্ধতিতে কোনও পরিবর্তন হচ্ছে না।  


মোবাইল সিম কেনার বর্তমান উপায় কী?

এই মুহূর্তে নতুন সিম কার্ড কিনতে গ্রাহককে KYC করতে হয়। এই জন্য এতদিন নিকটবর্তী দোকানে যেতে হত। সেখানে নথি যাচাই করিয়ে KYC সম্পূর্ণ করতেন গ্রাহক।