দুর্দান্ত ভিডিয়ো মিটিংয়ের অভিজ্ঞতা দিতে একগুচ্ছ ফিচারের ঘোষণা করল Zoom



Gamebazz ডেস্ক: একগুচ্ছ নতুন ফিচারের ঘোষণা করল ভিডিয়ো কলিং প্লাটফর্ম Zoom। এইসব ফিচারের মাধ্যমে ভিডিয়ো কলের অভিজ্ঞতা আরও ভালো হবে বলে দাবি করেছে Zoom। সেই সঙ্গেই আবার আরও বেশি অ্যাপ সাপোর্ট নিয়ে হাজির হচ্ছে এই ভিডিয়ো কলিং প্লাটফর্ম। এছাড়াও, থাকছে লাইভ ট্রান্সস্ক্রিপশন সাপোর্টও। অর্থাৎ, ভিডিয়ো মিট চলাকালীনই কারও ভাষা বুঝতে অসুবিধা হলে, তিনি রূপান্তর করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক Zoom এর এই ফিচার সম্পর্কে -


লাইভ ট্রান্সস্ক্রিপশন - বিশ্বব্যাপী বিভিন্ন ভাষার মানুষের একসঙ্গে কাজ করার সুবিধা করে দিতেই লাইভ ট্রান্সক্রিপশন ফিচার নিয়ে হাজির হয়েছে Zoom। এবার আরও বেশি ভাষায় ব্যবহার করা যাবে Zoom-এর এই ফিচার। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, মোট 30টি ভাষায় কাজ করবে লাইভ ট্রান্সস্ক্রিপশন ফিচার। আগামী বছর আরও 12টি নতুন ভাষা এই তালিকায় যুক্ত হবে।


নতুন উইজেট - কাজ আরও সহজ করতে নতুন উইজেট নিয়েও হাজির হচ্ছে Zoom। এই উইজেট থেকে সব মিটিং শিডিউল এক ঝলকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এছাড়াও, কে কে ইতিমধ্যেই মিটিংয়ে যোগ দিয়েছেন, তা-ও এই উইজেট থেকে দেখে নেওয়া যাবে। থাকছে দ্রুত চ্যাট করার সুবিধাও।


হোয়াইটবোর্ডিং - Zoom-এ যুক্ত হয়েছে নতুন ভার্চুয়াল হোয়াইটবোর্ড। এই ফিচার ব্যবহার করে আরও সহজে ভিডিয়ো কনফারেন্সে ইন্টেরাক্ট করা যাবে। এছাড়াও, ফেসবুকের অকুলাসের সঙ্গে হাত মিলিয়ে অকুলাস হরাইজেন ওয়ার্করুমের ঘোষণা করেছে Zoom। এর ফলে ভার্চুয়াল রিয়্যালিটিতে হোয়াইটবোর্ডে লেখা যাবে।


চ্যাট ইমোজি - এবার থেকে একাধিক ব্যক্তি স্লাইড কন্ট্রোল করতে পারবেন। যুক্ত হয়েছে 'ওয়েটিং রুম টু-ওয়ে চ্যাট' নামক একটি ফিচার। এর ফলে ওয়েটিং রুমে থাকা সব ব্যক্তিকে একসঙ্গে ভিডিয়ো কলে নিতে পারবেন। এছাড়াও, মিটিং চ্যাটে এবার থেকে ব্যবহার করা যাবে ইমোজি।


নতুন হাডেল ভিউ - Zoom চ্যাট চ্যানেল দেখার জন্য নতুন টগল ব্যবহৃত হবে। হাডেল ভিউয়ের মাধ্যমে গ্রাহক যে কোনও চ্যানেলের ভিজ়ুয়াল রিপ্রেজ়েন্টেশন দেখতে পাবেন।


অফিস সুইট ও ক্লাউড স্টোরেজ - Zoom-এর তরফ থেকে জানানো হয়েছে, আরও বেশি ক্লাউড স্টোরেজের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে আসার পরিকল্পনা করছে কোম্পানি। এর মধ্যেই রয়েছে শেয়ারপয়েন্ট ও বক্স। এর ফলে অ্যাপ্লিকেশন পরিবর্তন না করেই ক্লায়েন্টের সঙ্গে ফাইল শেয়ার করতে পারবেন।


চ্যাট ফিচার - Zoom চ্যাটে যুক্ত হচ্ছে আরও ফর্ম্যাটিং অপশন। চ্যাটে যুক্ত হচ্ছে কালার, বোল্ড, বুলেট ফিচার। এছাড়াও, থাকছে কাস্টম পার্সোনাল নোটের অপশনও।