আইফোনের ডিসপ্লে মোছার 'পলিশিং ক্লথ’ নিয়ে হাজির অ্যাপল, দাম শুনলে চমকে যাবেন



Gamebazz ডেস্ক: টেক জায়ান্ট বলে কথা। সব কিছুতেই বড়লোকি তাদের! বলছি অ্যাপলের কথা। দুনিয়ার বেশি দামের ফোন বিক্রি করে তারা। আইফোনের দাম যেমন বেশি, তেমনি এই ফোনের এক্সেসরিজের দামও আকাশচুম্বী। এবার আইফোনের ডিসপ্লে মোছার জন্য এক টুকরো কাপড় এনে আলোচনায় এলো। 


অ্যাপল বাজারে আনল ‘পলিশিং ক্লথ’। সম্প্রতি এটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ টাকা। যা দেখে চোখ কপালে তুলেছেন অনেকে। মোবাইল মোছার কাপড়ের দাম প্রায় ১৫০০ টাকা! বিস্ময় কাটছে না অনেকের।


১৮ অক্টোবর রাতে যুক্তরাষ্টে এক ইভেন্টে অ্যাপল নতুন ল্যাপটপ, এয়ারপড লঞ্চ করে। এসময় আইফোন মোছার কাপড়ও প্রদর্শন ও বিক্রির কথা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। ফোনের পাশাপাশি এই কাপড় দিয়ে অ্যাপলের অন্যান্য ডিসপ্লে যেমন আইপ্যাড, আইপডের ডিসপ্লেও মোছা যাবে।


এ পণ্যের বিবরণ অংশে লেখা রয়েছে, পলিশিং ক্লথ তৈরি নরম উপাদানে, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও। ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের বিষয়টি অবশ্য এসেছে অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।