বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! মাল্টি-রিচার্জ পরিষেবা ঢেলে সাজাল BSNL



Gamebazz ডেস্ক: দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL তার মাল্টি-রিচার্জ পরিষেবা ঢেলে সাজাল। জনপ্রিয় আরও তিনটি রিচার্জ প্ল্যানে জুড়ে দেওয়া হল এই মাল্টি-রিচার্জ পরিষেবা। সেই প্ল্যানগুলি হল যথাক্রমে 99 টাকা, 319 টাকা এবং 666 টাকা। এই মাল্টি-রিচার্জ পরিষেবার সাহায্যে ইউজাররা বিভিন্ন প্রিপেইড প্ল্যানের জন্য অগ্রিম রিচার্জ করিয়ে রাখার সুবিধা পেয়ে যান। অর্থাৎ প্রতি মাসে আপনার রিচার্জ করার প্রয়োজন হবে না। আপনার রিচার্জ প্ল্যান একবার শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি তা আবার রিচার্জ হয়ে যাবে।


BSNL-এর মাল্টি-রিচার্জ পরিষেবা প্ল্যানের খুঁটিনাটি -


BSNL তার 99 টাকার প্রিপেই প্ল্যানে 22 দিন বৈধতা অফার করে থাকে। সেই সঙ্গেই আবার থাকে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। 319 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 75 দিন বৈধতা অফার করে BSNL। এই প্ল্যানে আবার বিনামূল্যেই ডমেস্টিক কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অন্য দিকে 666 টাকার রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা মোট 120 দিনের বৈধতা পেয়ে যান। এই প্রিপেইড প্যাকে আবার গ্রাহকদের প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। তার পাশাপাশিই আবার প্রতিদিন 100টি করে SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠানোর সুযোগ পেয়ে যান গ্রাহকরা। এছাড়াও, এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের BSNL Tunes এবং Zing অ্যাপের অ্যাকসেস অফার করে সরকারি এই টেলকো।


এই মাল্টি-রিচার্জ পরিষেবা গ্রাহককে একই খরচের সর্বোচ্চ দুটি পরিকল্পনা আগে থেকেই রিচার্জ করিয়ে রাখার সুবিধা দেয়। যখনই গ্রাহকের নতুন প্ল্যান সক্রিয় হবে, তার ঠিক আগের মুহূর্তেই গ্রাহকের ফোনে একটি নোটিফিকেশন পাঠিয়ে দেয় কোম্পানি। এই মুহূর্তে মাল্টি-রিচার্জ পরিষেবা 97 টাকা, 98 টাকা, 99 টাকা, 118 টাকা, 153 টাকা, 187 টাকা, 198 টাকা, 199 টাকা, 247 টাকা, 319 টাকা, 399 টাকা, 429 টাকা, 485 টাকা, 599 টাকা, 666 টাকা, 997 টাকা এবং 999 টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে।