প্রিয় মানুষটি WhatsApp-এ কার সঙ্গে বেশি চ্যাট করেছেন? জানুন ছোট্ট উপায়ে



Gamebazz ডেস্ক: প্রতিদিন গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করে থাকেন। চ্যাটিং ছাড়াও এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে ভয়েস ও ভিডিয়ো কল করাও সম্ভব। কিন্তু, WhatsApp-এ কে কার সঙ্গে কথা বলছেন, তা জানার কোনও উপায় থাকে না। এই প্রতিবেদনে সেই তথ্যই আমরা জেনে নেব। কোন মানুষ কার সঙ্গে WhatsApp-এ সবথেকে বেশি কথা বলছেন, কোনও রকম থার্ড পার্টি টুল ডাউনলোড না করেই কী ভাবে তা জানবেন, দেখে নিন।


WhatsApp-এ কার সঙ্গে সবথেকে বেশি কথা বলেছেন জানার উপায় -


* প্রথমে WhatsApp ওপেন করুন।

* ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

* এবার Settings সিলেক্ট করুন।

* এখানে Data and storage usage অপশন বেছে নিয়ে Manage Storage সিলেক্ট করুন।

* এবার আপনার সামনে একটি লম্বা তালিকা খুলে যাবে। কোন কনট্যাক্ট কত ডেটা ব্যবহার করেছে, তা এই তালিকা থেকে জানা যাবে।

* এই তালিকায় সবার উপরে যাঁর নাম থাকবে, তাঁর সঙ্গে সবথেকে বেশি কথা হয়েছে WhatsApp-এ। নামের উপরে ট্যাপ করে মোট কত মেসেজ চালাচালি হয়েছে দেখে নিতে পারবেন। এছাড়াও, চাইলে ডেটা ডিলিট করে স্টোরেজ ফাঁকা করতে পারবেন।

* এখানে সব ডেটা ডিলিট করার অপশন পাবেন। চাইলে চ্যাটও ডিলিট করতে পারবেন গ্রাহক।