Gmail ও Outlook ইউজাররা এমন ইমেইল পেয়েছেন নাকি? সাবধান! সব হারাতে হবে



Gamebazz ডেস্ক: আপনি কি Gmail বা Outlook-এর মতো জনপ্রিয় ইমেইল সার্ভিস ব্যবহার করেন? তাহলে এখনই সতর্ক হয়ে যান। কারণ, এই উৎসবের মরশুমেই নানান প্রলোভনের অছিলায় Gmail ও Outlook গ্রাহকদের ইমেইল মারফৎ টার্গেট করছে হ্যাকাররা। আদতে বিভিন্ন ডিলস ও অফারের নাম করে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে খতরনাক কিছু ইমেইল। আর সেই ইমেইলের মধ্যেই থাকছে লিঙ্ক, যেখানে ক্লিক করলেই আপনার সব জমানো টাকা খোয়াতে পারেন! ভুয়ো কুপন কোড, গিফট ভাউচার-সহ বিভিন্ন লোভনীয় অফারে গ্রাহককে প্রলুব্ধ করার চেষ্টায় আদতে বড়সড় ফন্দি এঁটেছে হ্যাকাররা।


একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Gmail ও Outlook ব্যবহারকারীরা এমন কিছু ইমেইল পাচ্ছেন, যেগুলির মাধ্যমে তাঁরা প্রলুব্ধ হচ্ছে। এই ইমেইলগুলিকে উপহার কার্ড বলে দাবি করা হচ্ছে এবং সঙ্গে একটি লিঙ্কও সংযুক্ত করা থাকছে, যেখানে আপনাকে ক্লিক করতে বলা হবে। সেই লিঙ্কে ক্লিক করে, আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। লিঙ্কটিতে দাবি করা হচ্ছে যে, ব্যবহারকারীরা Amazon এবং Flipkart থেকে উপহার কুপন পেয়েছে। যদিও এমনতর কোনও কুপন গ্রাহকদের কাছে পাঠায় না Amazon বা Flipkart-এর কেউই। সুতরাং, এগুলি সম্পূর্ণরূপে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার একটি উপায়।


এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ইমেইলের মাধ্যমে কী ভাবে কারসাজি করছে হ্যাকাররা। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই ইমেইলে পাওয়া লিংকে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে এবং আপনাকে উপহার কার্ড দাবি করার জন্যও একটি সার্ভেতে অংশ নিতে বলা হবে। এই ধরনের বিভিন্ন আকর্ষণীয় অফারের ইমেইলে ক্লিক করার আগেই সতর্ক হয়ে যান। কারণ, এই ধরনের অফার আসলে প্রতারণা এবং আপনি এখানে কোনও উপহার পাবেন না। বরং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হ্যাক করা হতে পারে। এমনই সংকটজনক অবস্থায় ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করার আগে একবার ঠিক ভাবে চেক করে নিন।


খবরদার এই সব ভুল করবেন না -


যদি আপনি এমনতর কোনও ইমেইল পেয়ে থাকেন, যার মধ্যে গিফট কার্ডের উল্লেখ করা হয়েছে এবং লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে, তাহলে সেই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।


যদি আপনি ভুলবশত লিঙ্কে ক্লিকও করে থাকেন, তাহলে কোনও ভাবেই আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।


ভুয়ো ইমেইলে হ্যাকাররা আসলে গ্রাহকের কাছ থেকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য চেয়ে থাকে। যেখানে সিভিভি কোড, কার্ড নম্বর, ওটিপি অন্তর্ভুক্ত করা থাকে। এই ধরনের কোনও বিবরণ কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়।


তার থেকেও বড় কথা হল, আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড কখনওই কারও সঙ্গে শেয়ার করবেন না। কারণ, তাতে হ্যাকিংয়ের ঝুঁকি ব্যাপক ভাবে বাড়তে পারে।