বাড়ি পরিবর্তন করছেন? ছোটাছুটির দরকার নেই, আধারে ঠিকানা বদল হবে মোবাইল ফোনেই



Gamebazz ডেস্ক: অনেকেই কর্মসূত্রে এক শহর থেকে অন্য শহরে গিয়ে বসবাস করছেন। সেক্ষেত্রে অনেকেই নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করাটাই শ্রেয় বলে মনে করেন। কারণ আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেই সমস্ত মানুষদের জন্যে UIDAI  দারুন সুবিধা দিয়েছে। আধার কার্ডে ঠিকানা বদলের জন্য এখন আর ছোটাছুটির দরকার নেই। খুব সহজেই তা করে নেওয়া যায়। এতটাই সহজ যে কেউ চাইলে নিজের মোবাইল ফোন থেকে সেটা করে নিতে পারেন। তবে ছবি বদল বাড়ি বসে করা যাবে না। এর জন্য কোনও আধার কেন্দ্রে যেতেই হবে। ছবি বদলানোর জন্য খরচ পড়বে ২৫ টাকা। মোবাইল ফোন থেকে ঠিকানা বদলের পাশাপাশি প্যান নম্বর যুক্ত করাও সম্ভব।


কী ভাবে মোবাইল ফোন থেকে ঠিকানা বদলানো যায়—


১। প্রথমে https://uidai.gov.in পোর্টালে যেতে হবে।

২। ওয়েবসাইটের বাঁ দিকের উপরে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘মাই আধার’-এ ক্লিক করতে হবে।

৩। পরের পাতায় ‘আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অনলাইন’ অপশনে গিয়ে ‘আপডেট আধার সেকশন’ খুঁজে তাতে ক্লিক করতে হবে।

৪। এর পরে ‘প্রসিড টু আপডেট আধার’ লিঙ্ক দেখাবে। তাতে ক্লিক করতে হবে।

৫। এ বার কিছু তথ্য চাইবে ওয়েবসাইট। সেগুলি পূরণ করতে হবে।

৬। এ বার আধার নম্বর দিয়ে ক্যাপচা ভেরিফিকেশন করাতে হবে। এর পরে ওটিপি আসবে।

৭। ওটিপি ভেরিফিকেশনের পরে ‘ডেমোগ্রাফিক ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে।

৮। এর পরের পাতায় হবে ঠিকানা বদল। নির্দিষ্ট জায়গায় সঠিক ঠিকানা লিখে প্রসিড বাটনে ক্লিক করতে হবে।

৯। নতুন ঠিকানার প্রমাণ পত্রের কালার কপি আপডেট করতে হবে স্ক্যান করে।

১০। একেবারে শেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।