কেউ কি আপনার Facebook Stories-এর স্ক্রিনশট নিয়েছে? চটজলদি জানবেন যেভাবে



Gamebazz ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত প্রায় সকলের সঙ্গেই যোগাযোগ রাখা সম্ভব। খুব কম সময়ের জন্য এহেন Facebook এই আপনার যাবতীয় ঘটনাবলী Stories হিসেবে পোস্ট করতে পারেন। 24 ঘণ্টার জন্য স্থায়ী থাকে এই Facebook Stories। তবে, যে কোনও ব্যক্তি এই পোস্টের স্ক্রিনশট নিয়ে, তা নিজের ফোনে সেভ করে রাখতে পারেন। আর আপনি তা জানতেও পারেন না।


কতবার আপনার Facebook Stories ভিউ হয়েছে জানা সম্ভব?


আপনার স্টোরি কে কে দেখেছেন, তা জানা গেলেও কতবার আপনার স্টোরি ওপেন হয়েছে, তা কোনও ভাবেই জানা যায় না।


আপনার Facebook Stories কে ওপেন করেছেন জানা সম্ভব?


না। আপনার Facebook Stories কে কে ওপেন করেছেন, তা জানার কোনও উপায় নেই। অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও এই তথ্য জানা সম্ভব হয় না।


আপনার Facebook Stories কে কে দেখেছেন জানবেন কী ভাবে?


আপনার স্টোরি কে কে দেখেছেন, তা জানার জন্য নিজের ফেসবুক স্টোরি ওপেন করে 'ভিউ' অপশন সিলেক্ট করতে হবে। এর পরে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনার Facebook Stories কে কে দেখেছেন, জেনে নিতে পারবেন।


Facebook-এ আপনার Video Stories কে কে দেখেছেন জানা সম্ভব?


না। আপনার ভিডিয়ো কে কে দেখেছেন, তা জানায় না ফেসবুক। তবে, আপনি ফেসবুক লাইভ করলে কে কে লাইভ স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখে নিতে পারবেন। এছাড়াও, দেখে নিতে পারবেন লাইক ও কমেন্ট।


আপনি কারও Facebook Stories লাইক করলে সেই ব্যক্তি জানতে পারেন?


আপনি কারও স্টোরি ফেসবুকে লাইক করলে সেই ব্যক্তি তা জানতে পারবেন। ফেসবুক স্টোরিতে পাঠানো যে কোনও রিঅ্যাকশন দেখে নেওয়া সম্ভব।