IMPS-এর মাধ্যমে প্রতিদিন পাঠাতে পারবেন ৫ লক্ষ টাকা ! যেভাবে রেজিস্টার করবেনGamebazz ডেস্ক: বর্তমানে টাকা লেনদেনের মাধ্যম হিসেবে IMPS পদ্ধতি খুবই জনপ্রিয়। খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে টাকা আদান প্রদান করা সম্ভব। ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া ক্রমশ এই পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছে। এখন সব ব্যাঙ্কেই এই পরিষেবা সহজেই পাওয়া যায়। সম্প্রতি আইএমপিএসে লেনদেনের উর্ধ্বসীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা হয়েছে। 


ব্যবহারকারীরা যে ব্যাঙ্কের গ্রাহককে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপলিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করেই আইএমপিএস পরিষেবা ব্যবহার করতে হয়। এই পদ্ধতিতে লেনদেন সম্পূর্ণ হওয়ার পরেই প্রাপক ও প্রেরকের কাছে ব্যাঙ্কে তরফে একটি এসএমএস আসে। যার ফলে দুতরফই লেনদেনের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারে। 


প্রথমেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের পরিষেবা গ্রহন করতে হবে। মোবাইল ব্যাঙ্কিং আইডেনটিফায়ার ও এমপিনও প্রয়োজন। প্রাপকেও ক্ষেত্রেও এই পরিষেবা গুলি চালু থাকা বাধ্যতামূলক। গ্রাহকের ব্যাঙ্কে যদি এসএমএস আইএমপিএস পরিষেবা থাকে তবে সেই পরিষেবার মাধ্যেমেই লেনদেন সম্ভব। অথবা মোবাইল অ্যাপলিকেশন থেকে ব্যবহার করতে হবে। 


ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে আইএমপিএসে টাকা লেনদেন করা যায়। এই ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। তার পর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করার মাধ্যমে গ্রাহক আইএমপিএস পরিষেবার ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবেন।