Gamebazz ডেস্ক: উৎসবের মরসুমে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। সম্প্রতি, গ্যাস সিলিন্ডারের দাম 15 টাকা বেড়েছে। আর এর সঙ্গে দিল্লিতে এই সময়ে 14.2 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 899.50 টাকা।কিন্তু এরই মধ্যে সাধারণ মানুষের জন্য সুখবর আছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম তার গ্রাহকদের নবরাত্রিতে গ্যাস সিলিন্ডার ক্রয়ে 10,000 টাকা পর্যন্ত সোনা জেতার সুযোগ দিয়েছে। কোম্পানি টুইটারে এই অফারের কথা জানিয়েছে।
হিন্দুস্তান পেট্রোলিয়ামের টুইটে দেওয়া তথ্য অনুযায়ী, 'এই অফারের আওতায় পেটিএমের মাধ্যমে গ্যাস বুকিং করা গ্রাহকরা 10 হাজার টাকা পর্যন্ত সোনা জেতার সুযোগ পাবেন। এই অফারটি 7 ই অক্টোবর থেকে শুরু হয়েছে। গ্রাহকরা 16 অক্টোবর পর্যন্ত এই অফারের সুবিধা নিতে পারবেন। নবরাত্রি গোল্ড অফারের অধীনে, দৈনিক 5 জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন।
পেটিএম -এর মাধ্যমে বুকিংয়ে ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যায়
এই অফারটি শুধুমাত্র গ্যাস সিলিন্ডার বুকিং বা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্বাচিত 5 জন বিজয়ীকে 10,000 টাকা পর্যন্ত সোনা দেওয়া হবে। গ্রাহকরা পেটিএমের মাধ্যমে গ্যাস বুকিং করে আরও অনেক সুবিধা পাবেন।এর মাধ্যমে, সমস্ত গ্রাহককে গ্যাস বুকিংয়ে প্রতি সিলিন্ডার পিছু 1,000 টাকা ক্যাশব্যাক পয়েন্ট দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই পুরস্কার পয়েন্টগুলি ডিল এবং গিফট ভাউচারের জন্য ব্যবহার করতে পারেন।