আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে? দেখে নিন সহজ উপায়ে



Gamebazz ডেস্ক: ফেসবুক মানেই যেহেতু বন্ধুবান্ধব, তাই এতে অ্যাকাউন্ট খুলেই প্রধান কাজ হচ্ছে বন্ধু খুঁজে বের করা। ফেসবুকে প্রোফাইল তথ্য পূরণ করার পর ব্যবহারকারীর অবস্থান ও পেশা/শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ফ্রেন্ড সাজেশন (পিপল ইউ মে নো) দেখাবে। সেখান থেকে আপনি লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারা আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলে তবেই আপনি তাদের ফেসবুক ফ্রেন্ড হবেন।


কাকে আপনি রিকোয়েস্ট পাঠালেন, সেই তালিকা দেখার সুবিধা রয়েছে ফেসবুকে। এতে আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে, তা জানা সম্ভব।


* প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে Friends-এ ক্লিক করুন। 


* এবার ডানপাশ থেকে Friend Request-এ ক্লিক করুন। এখানে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেননি তাদের প্রোফাইল দেখতে পারবেন।


* এখানে বামদিকের Friend Request-এ ক্লিক করুন। একদম উপরেই View Sent Request ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই কে কে আপনার রিকোয়েস্ট একসেপ্ট করেনি তার তালিকা দেখতে পারবেন।