দিওয়ালিতে কম পুঁজিতে লাভের ব্যবসা, মালামাল হতে বেশি সময় লাগবে না



Gamebazz ডেস্ক: দেশে LED Bulb-এর চাহিদা দ্রুত বাড়ছে। কারণ এতে আলো বেশি পাওয়া যায়, একই সঙ্গে বিদ্যুতের বিলের খরচও অনেক কম। LED-এর পুরো নাম হল Light Emitting Diode। ইলেকট্রন একটি অর্ধপরিবাহী পদার্থের মধ্য দিয়ে যায়, তখন আলো সরবরাহ করে। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, LED বালবগুলি পুনরায় ব্যবহার করা যেতে পারে। এতে আলোও পাওয়া যায় অনেক বেশি।


কী ভাবে ব্যবসা শুরু করা যেতে পারে?


LED বালব জনপ্রিয় হওয়ায় এই ব্যবসা করলে লাভের সম্ভাবনা অনেক বেশি। সামনে কালীপূজা ও দীপাবলি রয়েছে, তার আগে এই ব্যবসা শুরু করে দিলে লাভ হতে পারে গগনচুম্বী!


প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন


Bharati Vidyapeeth Deemed University - এই বালব তৈরির কোর্স শেখায়। এই কোর্সের ফি রাখা হয়েছে 5 হাজার টাকা। এখান থেকে প্রতিনিয়ত নানা কিছু শেখানো হয়। এখানে বালব তৈরি, ফিটিং ইত্যাদি সবকিছু শেখানো হবে।



প্রশিক্ষণের জন্য কী ভাবে আবেদন করবেন?


প্রশিক্ষণ নেওয়ার জন্য ও প্রশিক্ষণ নেওয়ার পর যদি কোনও ব্যক্তি নিজের ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে 99711-2866 বা 82175-82663 নম্বরে কল করতে পারেন। এখানে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ ও এই ব্যবসা সম্পর্কে নানা তথ্য জানা যেতে পারে।


LED পুনর্ব্যবহার করা যেতে পারে


LED-তে CFL বালবের মতো পারদ থাকে না। থাকে সীসা এবং নিকেলের মতো উপাদান। সেকারণেই এই LED বালবগুলি পুনরায় ব্যবহার করা যেতে পারে। ফলে এই LED বালবের চাহিদা অনেক বেশি।


বিদ্যুৎ খরচও হয় অনেক কম


সাধারণ বালবে যখন ১০০ ওয়াট বিদ্যুতের খরচ হয়, সেখানে এই LED-তে ২০-৩০ ওয়াট বিদ্যুতের খরচ হয়। তবে LED বালবের দাম কিন্তু CFL-এর চেয়ে বেশি। তাহলেও অনেকে মনে করেন একটু দাম দিয়ে কিনলেও সাশ্রয় বেশি হয় এই LED-তেই।


LED বেশি টেকসই


LED বালব অনেক বেশি টেকসই হয়। CFL বালবের আয়ু শুধুমাত্র 8000 ঘন্টা। অন্যদিকে LED-এ জ্বলতে পারে প্রায় 50000 ঘন্টা। কখনও কখনও এই সময় 50000 ঘন্টার তুলনায়ও বেশি হয়।