ধনতেরাসে সোনা কিনতে ঘাম ছুটছে? 1 টাকায় ডিজিট্যাল সোনা কিনতে জানুন সম্পূর্ণ প্রক্রিয়া



Gamebazz ডেস্ক: করোনাকালে ধীরে ধীরে সব কিছু আনলক হলেও অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি এখনও। এহেন অবস্থায় ধনতেরাসে সোনা কেনার আগে ভাবতে হচ্ছে ক্রেতাদের। পকেট দেখে কিনতে হচ্ছে সোনা। তবে এবার রয়েছে এক বিশেষ সুযোগ। যার ফলে মাত্র 1 টাকায় ডিজিটাল গোল্ড কিনতে পারেন ক্রেতারা।


এই উৎসবের মরসুমে বেশ কিছু মোবাইল ওয়ালেট রয়েছে (PayTM, Google Pay, Phone Pe) যেগুলি 99.99% সার্টিফাইড গোল্ড নিয়ে এসেছে মাত্র এক টাকার বিনিময়ে। এছাড়া, HDFC Bank Securities-এর ক্রেতারাও ডিজিটাল গোল্ড কিনতে পারেন। উল্লেখ্য, ডিজিটাল গোল্ড ক্রমেই জনপ্রিয় বিনিয়োগের স্থান হয়ে উঠেছে।


কী ভাবে গোল্ড কয়েন কিনবেন?


১. প্রথমে, নিজের Google Pay অ্যাকাউন্ট খুলুন

২. হোমপেজ থেকে নিচের দিকে নামতে থাকলে Gold-এর অপশন পাওয়া যাবে।

৩. কেনার উপরে থাকবে 3% GST-ও।

৪. মোবাইল ওয়ালেটের গোল্ড লকারে গোল্ড কয়েন থাকবে নিরাপদেই।

৫. এই গোল্ড ক্রেতা চাইলে বিক্রি করতে পারেন বা অন্য কাউকে গিফটও করতে পারেন।

৬. যদি গোল্ড বিক্রি করতে হয়, তবে sell বাটনে ক্লিক করতে হবে।

৭. যদি কেউ গোল্ড কাউকে গিফ্ট করতে চায়, তবে gift বাটনে ক্লিক করতে হবে।


ধনতেরাস সাধারণত দিওয়ালির দু'দিন আগে পালন করা হয়। চলতি বছরে ধনতেরাস রয়েছে মঙ্গলবার। বহু মানুষ মনে করেন এদিন সোনা কেনা শুভ। অন্যদিকে ধনতেরাসের আগের দিন দাম কমেছে সোনার। কলকাতায় সোমবার 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4835 টাকা। 22 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম রয়েছে 4590 টাকা। ধনতেরাসের আগে সোনার এই দাম কমায় হাসি ফুটেছে নাগরিকদের মুখে। এবার ধনতেরাসের দিন কত লোক সোনা কেনেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সোনা ব্যবসায়ীরা।


অন্যদিকে, যারা দোকানে গিয়ে সোনা কিনবেন, তাঁদের বেশ কয়েকটি দিকে নজর রাখা দরকার। কেনার আগে অবশ্যই সোনার বিশুদ্ধতা যাচাই করে নেওয়া উচিত। এছাড়া মাথায় রাখা উচিত মজুরির ব্যাপারও। পাশাপাশি, সোনা যে দোকান থেকে কেনা হচ্ছে সেখান থেকে বিল নেওয়াও অবশ্যই জরুরি। এছাড়া নির্ভরযোগ্য জায়গা থেকেই সোনা কেনা উচিত।