WiFi Speed খুব স্লো! বাড়িতে কোথায় রাউটার রাখবেন? জানুন বিস্তারে



Gamebazz ডেস্ক: বর্তমান সময়ে WiFi রাউটার অতি গুরুত্বপূর্ণ ডিভাইস। যেহেতু ওয়ার্ক ফর্ম হোম চলছে তাই প্রায় সকলের বাড়িতেই রয়েছে রাউটার। Wifi রাউটারের সুবিধা রয়েছে একাধিক। যেমন একটি ইন্টারনেট কানেকশন থেকে একাধিক ডিভাইস চালানো সম্ভব। ফোন, একাধিক ল্যাপটপ, একাধিক ডেস্কটপ, স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস চালানো সম্ভব একটি মাত্র ইন্টারনেট কানেকশনে। কিন্তু এর কয়েকটি সমস্যাও রয়েছে। তা হল সঠিক জায়গায় যদি Wifi রাউটার না বসানো থাকে তাহলে সেক্ষেত্রে সিগন্যাল পেতে সমস্যা হয়। যার ফলে নেট স্পিড কম হয়। খুব সহজে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই সমস্য থেকে মুক্তি কীভাবে? কয়েকটি খুব সাধারণ নিয়ম মেনে চললেই Wifi রাউটারের ক্ষমতা বাড়ানো সম্ভব। জেনে নিন সেই নিয়মগুলি-


Wifi রাউটার সবসময় বাড়ির মাঝামাঝি জায়গায় রাখুন- অনেকের কাছে একটি বিষয় হয়তো অজানা যে, Wifi রাউটার কোনও একটি নির্দিষ্ট দিকে সিগন্যল দেয়না। রাউটারটি যে কোনে থাকে তার চারিদিকে সম দূরতে সিগন্যাল দিতে থাকে। যদি কোনও রাউটারকে বাড়ির কোনও একটি কোনে রাখা হয় তাহলে বাড়ির ঠিক বিপরীত কোনে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই সবসময় বাড়ির ঠিক মাঝ অংশে Wifi রাউটার রাখা প্রয়োজনে। কারণ এতে নেটের স্পিড বাড়ির যে কোনও অংশ থেকে সমান পাওয়া সম্ভব।

 

সিগন্যালে কোনও বাধা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে- কোনও দেওয়াল বা কোনও ধাতব পদার্থ থাকলে Wifi রাউটারের সিগন্যাল সঠিকভাবে ছড়াতে পারে না। তাই এমন জায়গায় Wifi রাউটার রাখা উচিত যেখানে কোনও দেওয়াল বা সিলিংয়ে ডাক্ট জাতীয় কিছু না থাকে। এতে সিগন্যাল পেতে সমস্যা .তৈরি হতে পারে। তাই বাড়ির যে অংশে ডাক্ট থাকে সেই অংশে Wifi রাউটার না বসানোই উচিত ।


কোনও ইলেকট্রনিক্স ডিভাইস এবং অ্যাপ্লায়েন্সস থেকে রাউটার দূরে রাখতে হবে- TV, রেফ্রিজারেটর বা ব্লুটুথ সবসময় অন থাকে এই জাতীয় কোনও ডিভাইস থেকে রাউটারকে দূরে সরিয়ে রাখতে হবে । কারণ এই ডিভাইসগুলির কাছে রাউটার থাকলে তাতে রাউটারের পার্ফমেন্সের উপর প্রভাব পড়তে পারে । কমে যেতে পারে ইন্টারনেট স্পিড ।


অন্য এয়ার ওয়েভ থেকে রাউটার দূরে রাখতে হবে- অধিকাংশ রাউটার 2.4Ghz ওয়ারলেস ব্যান্ড ব্যবহৃত হয়। সেক্ষেত্রে রাউটারের কাছাকাছি যদি কোনও কোনও ব্লুটুথ বা অন্য কোনও ওয়ারলেস ডিভাইস থাকে তাতে Wifi এর পার্ফমেন্সের উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে ।


আয়না থেকে দূরে রাখতে হবে Wifi রাউটার- যে কোনও Wifi রাউটারের ভালো পার্ফমেন্সের জন্য আয়না থেকে দূরে রাখতে হবে ওই ডিভাইস। কারণ, আয়নার মাধ্যমে Wifi সিগন্যাল রিফ্লেক্ট হয়ে যায়। সেকারণে আয়না থেকে Wifi রাউটার দূরে রাখা দরকার।


কোনও উঁচু জায়গায় Wifi রাউটার রাখা দরকার- যে কোনও Wifi সবসময় উপর থেকে নীচের থেকে সিগন্যল দিতে থাকে। তাই যত উঁচু জায়গায় Wifi রাউটার রাখা যাবে তত ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নীচের দিকে রাউটার রাখলে স্পিড কমতে থাকে ।


Wifi অ্যান্টেনার পজিশন সঠিক রাখা দরকার - প্রতিটি রাউটারের অন্তত একটি অ্যান্টেনা থাকে। কোনও কোনও ক্ষেত্রে একাধিক থাকে। যে সব ক্ষেত্রে একাধিক অ্যান্টেনা থাকে সেক্ষেত্রে দুটি অ্যান্টেনা উল্লম্বভাবে রাখা উচিত। এতে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া সম্ভব।