অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করল Google! সুবিধা কী?



Gamebazz ডেস্ক: 9 নভেম্বর, 2021, মঙ্গলবার থেকেই স্বয়ংক্রিয় ভাবে লাইভ হয়ে যাচ্ছে Google-এর টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। চলতি বছরের শুরুতেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার ঘোষণা করেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। সেই কথা মতোই মঙ্গলবার প্রায় 150 মিলিয়ন Google অ্যাকাউন্টে চালু হয়ে গেল টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। কোম্পানির তরফ থেকে একটি ইমেলের মাধ্যমে গ্রাহককুলের কাছে এই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করার বিষয়টি জানানো হয়েছে।


এখনও পর্যন্ত যে সব গ্রাহকরা টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য সাইন আপ করেননি, মূলত তাঁদের ক্ষেত্রেই এই পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাচ্ছে। Google-এর তরফ থেকে বলা হচ্ছে, যে সব অ্যাকাউন্ট 'যথাযথভাবে কনফিগার করা হয়েছে', সেই সব অ্যাকাউন্টেই অটোমেটিক্যালি এনরোলমেন্ট হবে। এর অর্থ হল, যে সব অ্যাকাউন্টে ফোন নম্বর বা একটি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাটাচ করা রয়েছে, সেই সব অ্যাকাউন্ট এবার থেকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের দ্বারা সুরক্ষিত হতে চলেছে।


এখন প্রশ্ন হচ্ছে, কোনও গ্রাহক কী ভাবে বুঝবেন যে, তাঁর গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে? সেই উপায়ও বাতলে দেওয়া হয়েছে গুগলের তরফ থেকে। এই সার্চ ইঞ্জিন জায়ান্টের তরফ থেকে বলা হচ্ছে, নিজেদের Google অ্যাকাউন্টে গিয়ে খুব সহজে একবার সিকিওরিটি চেকআপ করালেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য তাঁদের অ্যাকাউন্ট যোগ্য কি না, না পরখ করে নেওয়া যাবে।


তার থেকেও বড় প্রশ্ন হল, এই টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধাটা ঠিক কী? এক কথায়, গ্রাহকের Google অ্যাকাউন্ট আগের থেকে আরও বেশি সুরক্ষিত হতে চলেছে। পাসওয়ার্ডের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা ছাড়াও দ্বিতীয় আর একবার যদি টু-স্টেপ বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের দ্বারা সাইন ইন করা যায়, তাহলে গুগল অ্যাকাউন্ট কোনও ভাবেই হ্যাক করতে পারবে না হ্যাকাররা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি পাসওয়ার্ড চুরি হওয়ার ভয় থেকেও মুক্তি পাওয়া যেতে পারে।


কোম্পানির তরফ থেকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের যোগ্য গ্রাহকদের কাছে ইতিমধ্যেই ইমেল মারফত বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে এবং কাজটি সম্পূর্ণ করার জন্যও সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনাকে এই পদ্ধতির সাহায্য় নিতে হবে - Google > Select Account > Security > Signing In to Google > 2-Step Verification।


এখন আপনি যদি টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে না চান, তাহলে অটোমেটিক্যালি তা চালু হয়ে গেলেও, আপনি টার্ন অফও করে রাখতে পারবেন। তবে, সে ক্ষেত্রে Google-এর সতর্কীকরণ বার্তা হল, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন দ্বারা সাইন ইন না করলে, আপনার গুগল অ্যাকাউন্ট খুব একটা সুরক্ষিত থাকবে না।