সরকারি অফিসে শুরু বায়োমেট্রিকে হাজিরা, করোনা ঠেকাতে বাড়ানো হল বায়োমেট্রিকের সংখ্যা

Gameবাজ ডেস্ক: ৮ নভেম্বর থেকে ফের কেন্দ্রীয় সরকারের দফতরগুলিতে চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে করোনা পরিস্থিতির আগে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ছিল। তবে দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তেই বায়োমেট্রিক হাজিরা-ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এবার ফের কর্মীদের হাজিরার ক্ষেত্রে পুরোন ব্যবস্থা ফিরিয়ে আনছে কেন্দ্রীয় সরকার।

দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই কর্মীদের হাজিরার ক্ষেত্রে পুরনো ব্যবস্থায় ফিরতে চলেছে কেন্দ্র। ফের চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। কর্মী মন্ত্রণালয়ের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের দফতরগুলিতে চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। তবে তার আগে সব দফতরের বিভাগীয় প্রধানদের বায়োমেট্রিক মেশিনের কাছে স্যানিটাইজার রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে বায়োমেট্রিক হাজিরা দেওয়ার আগে যাতে কর্মীরা যাতে তাঁদের হাত স্যানিটাইজড করে নেন সেব্যাপারেও নির্দেশিকা জারি করা হয়েছে। এব্যাপারে বিভাগীয় প্রধানদের যথোপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।