পরিবেশ সুরক্ষা নিয়ে গবেষণা করে বিশ্বখ্যাতী কালনার অরিন্দম মোদকের

Odd বাংলা ডেস্ক: এই বঙ্গসন্তানের নাম অরিন্দম মোদক। তিনি কালনার বাসিন্দা। এই খবর পেতেই উচ্ছ্বসিত হয়েছেন তাঁর পরিবারের লোকেরা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ।

এত বড় সাফল্যের কথা যেন বিশ্বাসই করতে পারছেন না চিন, জাপান, ইজরায়েলের মতো দেশে বিজ্ঞানী হিসেবে কাজ করে আসা অরিন্দম মোদক। তাঁর কথায়, 'বহু তাবড় বিজ্ঞানী যে তালিকায় নাম তুলতে বেগ পান, সেখানে স্থান পেয়ে প্রথমে চমকেই গিয়েছিলাম।'বর্তমানে দিল্লির আইআইটি তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত অরিন্দম মোদক স্কুলের পড়াশোনা করেছিলেন কালনাতেই। কালনা মহারাজা বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাস করেছিলেন ২০০০ সালে এবং তার দু'বছর পর ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এর পরেই রসায়ন নিয়ে পড়ার জন্য খড়গপুর আইআইটিতে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর হওয়ার পর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে পিএইচ ডি করেন।