বিদেশে যাচ্ছেন? CoWin থেকে সহজ পদ্ধতিতে ডাউনলোড করুন International Travel Certificate



Gamebazz ডেস্ক: যাঁরা বিদেশ যাত্রা করবেন তাঁদের জন্য বিশেষ International Travel Certificate আনল কেন্দ্রীয় সরকার। কো উইন (CoWin) থেকে ওই International Travel Certificate ডাউনলোড করা যাবে। সেপ্টম্বরের 30 তারিখ থেকে ডাউনলোডের সুবিধা দেওয়া হচ্ছে। এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন ন্যাশনাল হেল্থ অথরিটির (NHA)-র CEO আর এস শর্মা। তিনি বলেন, “ CoWin-কে ওয়ার্ড ক্লাস ভ্যাকসিনেশন পোর্টাল হিসেবে তৈরি করা হয়েছে। তাই CoWin সার্টিফিকেটটি WHO-DDCC:VS data dictionary-র সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া দরকার। যাঁরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা CoWin থেকে কোভিড ভ্যকসিনের ইন্টারন্যাশনাল ভার্সন ডাউনলোড করতে পারবেন। কোভিড ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন তথ্যের পাশাপাশি ভ্যকসিন নেওয়া ব্যক্তির জন্ম তারিখ উল্লেখ থাকবে ওই সার্টিফিকেটে।”


CoWin-এ সাইটে একটি নতুন অপশন যোগ করা হয়েছে। যার মাধ্যমে ওই International Travel Certificate ডাউনলোড করতে পারবেন ভ্যাকসিন গ্রাহকরা। তবে এই সুবিধা অবশ্য সবাই পাবে না। যাঁদের পাসপোর্ট রয়েছে শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। International Travel Certificate- অপশনটি CoWin ওয়েবসাইটের একদম নিচের ডানদিকে দেওয়া হয়েছে। কীভাবে ডাউনলোড করবেন ? জেনে নিন…


১. প্রথমে নিজের ফোনে বা কম্পিউটারে CoWin অ্যাপ অন করুন অথবা ওয়েবসাইটে যান।

২. এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। লগ-ইন অপশনে ফোন নম্বর দেওয়ার পর ওই নম্বরে OTP আসবে। এবং সেই অনুযায়ী OTP ইনপুট করতে হবে।

৩. এরপর সার্টিফিকেট ডাউনলোডের অপশন দেখাবে সেখানে। এবং তারপাশে থাকবে Download International Certificate।

৪. ওই অপশনে ক্লিক করলে অন্য একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাবে এবং সেখানে জন্মদিবস এবং পাসপোর্ট নম্বর দিয়ে সাবমিট করতে হবে।

৫. এরপর ফের Download International Certificate- অপশনে ক্লিক করতে হবে। এবং নিজে থেকেই Certificate ডাউনলোড সম্পন্ন হবে। 


International Certificate-এ কী কী মেনশন করা থাকবে ?

International Certificate-এ যে যে তথ্যগুলি মেনশনগুলি থাকবে সেগুলি হল 1) জন্ম দিবস 2) কোন ভ্যকসিন নেওয়া হয়েছে 3) ভ্যকসিন নেওয়ার দিন 4) ব্যাচ নম্বর ।

ওই সার্টিফিকেটটি ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেখার সময় তাঁরা ওই সার্টিফিকেটের সঙ্গে বেশ কয়েকটি তথ্য মিলিয়ে দেখবেন। তাদের যে বিষয়গুলি মিলিয়ে দেখার সম্ভাবনা রয়েছে সেগুলি হল-

১. পাসপোর্ট নম্বর

২. মোবাইল নম্বর

৩. ভ্যকসিনের নাম

৪. ভ্যাকসিনেশনের তারিখ

৫. ভ্যকসিনের ব্যাচ নম্বর

৬. WHO অ্যাপ্রুভাল নম্বর

৭. ব্যক্তির নাম

৮. ID কার্ড

৯. ভ্যাকসিনেশন সেন্টারের নাম