Gamebazz ডেস্ক: আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন তা হ্যাকারদের দখলে নেই তো? হয়তো আপনিও জানেন না। কিন্তু লুকিয়ে থাকতে পারে বিপদ। বিভিন্ন ভাবে আপনার ফোন নিজেদের দখলে নিতে পারে হ্যাকাররা। যার ফলে বড় বিপদের মুখোমুখি হতে পারেন আপনি। বেশ কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই আপনি কিন্তু আপনার ফোন বা ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে পারবেন। কীভাবে? জেনে নিন…
1) ফোনটির অ্য়াপ লিস্ট দৈনিক চেক করতে হবে- প্রতিটি স্মার্টফোনের সেটিংস অপশনে একটি অ্যাপ ট্যাব থাকে। ওই ট্যাবে ঢুকলেই দেখা যাবে কোন কোন অ্যাপ আপনার ফোনে ইনস্টল করা আছে। যদি দেখেন এমন কোনও অ্যাপ আপনি ইনস্টল করেননি কিন্তু অ্যাপ লিস্টে দেখা যাচ্ছে তাহলে তা ডিলিট করুন। হতে পারে ওই অ্যাপটির মাধ্যমে হ্যাকাররা আপনার উপর নজর রাখছেন।
2) অব্যবহৃত অ্যাপ ডিলিট করতে হবে- যা দীর্ঘদিন ব্যবহার করেননি এমন কিছু অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপ ডিলিট করুন। কারণ ওই অ্যাপগুলিকে হাতিয়ার করে হ্যাকাররা আপনার ফোনে নজরদারি চালাতে পারে।
3) Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড - অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করেন। এর ফলে বড় বিপদে পড়তে পারেন আপনি। কারণ হ্যাকাররা আপনার একটি পাসওয়ার্ড পেয়ে গেলেই অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলি অতি সহজে অ্যাকসেস করতে পারবেন। তাই Google সহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবসময় আলাদা আলাদা রাখা দরকার।
4) পাসওয়ার্ড পরিবর্তন- একই পাসওয়ার্ড বেশিদিন ব্যবহার করা উচিত নয়। একই পাসওয়ার্ড দীর্ঘদিন থাকলে তা হ্যাকারদের পক্ষে সুবিধাজনক। তাই নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার।
5)যে কোনও অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বন্ধ করতে হবে- মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন। বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য, ওই ধরনের অ্যাপ স্টোরে সিকিওরিটি লেভেল কম থাকে। তাই তাঁদের পরামর্শ, সবসময় চেষ্টা করতে হবে Google play Store বা App store থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত।
6) APK ফাইল ইনস্টল করা বন্ধ করতে হবে- APK ফাইলের মাধ্য়মে হ্যাকাররা খুব সহজেই হামলা চালাতে পারে। ওই ফাইলগুলির ক্ষেত্রে সিকিউরিটি লেভেল অনেক কম থাকে। এবং APK ফাইলগুলি সাধারণত Google অনুমোদন করে না। তাই APK ফাইল ইনস্টল না করার জন্য় বিশেষজ্ঞরা পরামর্শ দেন।
7) টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়া উচিত- কোনও একটি অ্য়াপ ডাউনলোড করার পর ইনস্টল করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আসে। যেখানে একটি চেকবক্সে ক্লিক করতে হয়। ওই চেক বক্সে ক্লিক করার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়া উচিত। কারণ সেখানে তথ্য়ের ব্যবহার নিয়ে বিভিন্ন অনুমতির কথা লেখা থাকে। চেক বক্সে ক্লিক করার অর্থ আপনি অ্যাপ সংস্থাকে ওই অনুমতি দিচ্ছেন।