দীপাবলিতে বিক্রি শুরু Jio Phone Next-র, আকর্ষণীয় ফিচার্সগুলি জানলে চমকাবেন



Gamebazz ডেস্ক: রিলায়েন্স ও গুগলের যৌথ উদ্যোগে তৈরি অ্যান্টি-লেবেল স্মার্ট ফোন  Jio Phone Next-কে ভারতে লঞ্চ করা হয়েছে। সহজ ইএমআই-তে ক্রেতারা এই ফোনটিতে ১,৯৯৯ টাকায় কিনতে পারবেন। 


ফোনটির ফিচার্সের বিষয়ে সংস্থার তরফে বেশকিছু তথ্য দেওয়া হয়েছে। দিপাবলী অর্থাৎ ৪ নভেম্বর ভারতে এই ফোনটির বিক্রি শুরু হচ্ছে। সহজ ইএমআই ও ৪ ধরণের প্ল্যানে মিলবে ফোনটি। সংস্থার তরফে আরও জানানো হচ্ছে যে, এই ফোন যাতে সহজেই ভারতীয়রা হাতে পান তার জন্য সারা দেশে ৩০ হাজারেরও বেশি আউটলেটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা।  


জানা গিয়েছে, ফোনটি Pragati OS-র মাধ্যমে চলে। এতে রয়েছে অ্যান্ড্রয়েডের অপ্টিমাইজড ভার্সন, যা বিশেষভাবে ভারতীয় ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে, অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং ত্রিস্তরীয় নিরাপত্তা সহ কর্নিং গরিলা গ্লাস। ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির HD+ ডিসপ্লে। 

 

Jio Phone Next-এ রয়েছে 2GB RAM ও 32GB স্টোরেজ। তবে কার্ডের মাধ্যমে মেমরি 512GB পর্যন্ত বাড়ান সম্ভব। তাছাড়াও রয়েছে 1.3GHz Qualcomm Snapdragon 215 প্রসেসর। ছবি তোলার জন্য এখানে দেওয়া হয়েছে 13MP রিয়র ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। এখানে রিয়র ক্যামেরায় নাইট মোড, পোট্রেট মোড এং প্রিলোডেড কাস্টম ইন্ডিয়া-অগমেন্টেড রিয়লিটি ফিল্টার্সও পাবেন ইউজাররা।  


পাশাপাশি এখানে 3,500mAh ব্যাটারি, মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ v4.1, Wi-Fi এবং ডুয়াল সিম সাপোর্টও দেওয়া হয়েছে। ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হবে বলে জানা যাচ্ছে। 

  

Jio Phone Next-এ গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্টও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওপেন অ্যাপ এবং ম্যানেজ সেটিংসের মতো কম্যান্ডগুলিতে রেসপন্স করবে। রয়েছে রিড অ্যালাউড ফিচর। এতে ইউজারকে অনস্ক্রিন কন্টেন্ট পড়ে শোননো হবে। ফলে নিজের ভাষায় কন্টেন্টটি শুনতে পারবেন ইউজার। এছাড়া অনুবাদের সুবিধাও রয়েছে।  যার ফলে যেকোনও টেক্সটকে নিজের ভাষার অনুবাদও করতে পারবেন ফোনের ব্যবহারকারী।