উৎসবের মরশুমে বাড়ল রান্নার গ্যাসের দাম! ২৬৫ টাকা দামি হল সিলিন্ডার



Gamebazz ডেস্ক: উৎসবের ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। বিগত এক বছর ধরে ক্রমেই বেড়ে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। এবার এক ধাক্কায় দাম বাড়ল ২৬৫ টাকা। তবে স্বস্তির বিষয় এটাই যে, এই বৃদ্ধি শুধুমাত্র কমার্শিয়াল সিলিন্ডারে হয়েছে। ডোমেস্টিক  এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন নেই।


এই বৃদ্ধির পরে, এখন দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডার 2000 টাকা ছাড়িয়েছে। আগে  ছিল 1733 টাকা। মুম্বইতে আগে ছিল 1683 টাকা।বৃদ্ধির পর 19 কেজি সিলিন্ডার এখন 1950 টাকা হয়েছে। পাশাপাশি কলকাতায় 19 কেজি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম 2073.50 টাকা হয়েছে। চেন্নাইতে এখন 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 2133 টাকা।


আমরা যদি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের কথা বলি, তাহলে আজ এতে কোনো পরিবর্তন করা হয়নি। দিল্লিতে, একটি 14.2 কেজি বিনা ভর্তুকিযুক্ত   গ্যাস সিলিন্ডার মাত্র 899.50 টাকায় পাওয়া যায়। উল্লেখ্য, গত ৬ অক্টোবর এর দাম বাড়ানো হয়।  কলকাতায় 926 এবং চেন্নাইতে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার এখনও 915.50 টাকায় পাওয়া যাচ্ছে।


দেশের প্রায় সমস্ত শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ করোনার জেরে আর্থিক অস্বচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকেই এই পরিস্থিতিতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ তার উপর একদিকে পেট্রোল ও ডিজেল অন্যদিকে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷