কম দামের স্মার্টফোন ইউজারদের জন্য চমক! আসছে Android 12 Go edition, ফিচার জানলে অবাক হবেন



Gamebazz ডেস্ক: হাজির হল Android 12 Go edition। তুলনামূলক কম দামের স্মার্টফোনে Android 12 চালানোর জন্য এই বিশেষ এডিশন নিয়ে হাজির হয়েছে Google। একগুচ্ছ অ্যানিমেশন ও গ্রাফিক্স যুক্ত না করে পারফর্মেন্স ও প্রাইভেসিতেই জোর দেওয়া হয় Android অপারেটিং সিস্টেমের Go Editionএ। Google জানিয়েছে এর ফলে বাজেট স্মার্টফোনে আরও দ্রুত অ্যাপ ওপেন করা যাবে। এছাড়াও থাকছে কিছু ফিচার যা ব্যবহার করা যাবে।


এর মধ্যে কয়েকটি ফিচার ইতিমধ্যেই JioPhone Next এর অপারেটিং সিস্টেমে দেখা গিয়েছে। কবে Android 12 Go edition ব্যবহার করে প্রথম স্মার্টফোন বাজারে আসবে তা এখনও জানা যায়নি। এছাড়াও কোন কোন কোম্পানি এই ফোনগুলি বাজারে আনবে সেই বিষয়েও মন্তব্য করেনি Google। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 2022 সালে এই 'লাইট ওয়েট' অপারেটিং সিস্টেম উপলব্ধ হবে।


দ্রুত অ্যাপ লঞ্চ

Android 12 Go edition এর মাধ্যমে বাজেট স্মার্টফোনে অ্যাপ লঞ্চের সময় অনেকটা কমবে। নতুন API এর ব্যবহার করে ডেভেলপাররা 30 শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ করতে পারবেন। এর ফলে অ্যাপ লঞ্চের সময় স্ক্রিন কালো হয়ে যাবে না।


ভালো ব্যাটারি লাইফ

Android 12 Go edition এ যুক্ত হয়েছে অ্যাপ হাইবারনেশন। এতদিন শুধুমাত্র Android অপারেটিং সিস্টেমে এই ফিচার দেখা যেত। এবার Go Edition এও একই ফিচার দেখা যাবে। ফলে যে সব অ্যাপ নিয়মিত ব্যবহার হবে না সেগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। Google জানিয়েছে এর ফলে যে সব ফোনে কম স্টোরেজ রয়েছে সেই সব গ্রাহকরা লাভবান হবেন। এছাড়াও Files Go ব্যবহার করে 30 দিনের মধ্যে ডিলিট হওয়া যে কোন ফাইল রিকভার করতে পারবেন।


অ্যাপ শেয়ারিং

Nearby Sharing ব্যবহার করে APK এর মাধ্যমে Android 12 Go edition থেকে অ্যাপ শেয়ার করা যাবে। এর ফলে বড় আপডেট ডাউনলোড না করেই অ্যাপ আপডেট করা যাবে। ফলে বাঁচবে ডেটা।


প্রোফাইল বদল

Android 12 Go edition এর লক-স্ক্রিন থেকে দ্রুত প্রোফাইল শেয়ার করা যাবে। উপর থেকে নটিফিকেশন প্যানেল টেনে নামিয়ে বদল করা যাবে প্রোফাইল। যে কোন সময় Guest প্রোফাইল থেকে লগ ইন করা যাবে।


নতুন ট্রান্সলেশন ফিচার

JioPhone Next এর PragatiOS এর মতোই Android 12 Go edition এও রয়েছে একাধিক ট্রান্সলেশন ফিচার। Recent উইন্ডো থেকে এই ফিচার ব্যবহার করা যাবে। ফলে মাল্টিটাস্কিংয়ের সময় অ্যাপ পরিবর্তন করেও এই ফিচার ব্যবহার করা যাবে। এছাড়াও Recent উইন্ডোতে যোগ হয়েছে একটি স্ক্রিনশট বাটন। এই বাটনে ট্যাপ করে সহজেই স্ক্রিনশট নেওয়া যাবে।


প্রাইভেসি কন্ট্রোল

এছাড়াও Android 12 Go edition তে যুক্ত হচ্ছে Privacy Dashboard। কোন অ্যাপ কোন সেন্সর কতবার ব্যবহার করেছে তা বিস্তারে দেখে নেওয়া যাবে। এছাড়াও কোন অ্যাপ ফোনের মাইক অথবা ক্যামেরা সেন্সর ব্যবহার করনে তা স্ট্যাটাস বারে দেখা যাবে।