Gamebazz ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোজি বেশ জনপ্রিয়। মনের ভাষা কিংবা অনুভূতি বোঝাতে লাইনের পর লাইন লেখার প্রয়োজন পরে না এখন আর। একটা ইমোজি দিয়েই বোঝাতে পারবেন আপনার কথা। হাতে কম সময় থাকলেও ইমোজির মাধ্যমে রেসপন্স পাঠিয়ে দেওয়া যায়।
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়া সাইট, যে কোনো জায়গায় চ্যাটের ক্ষেত্রেই ইমোজি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সাধারণ মেসেজকে আরও অর্থপূর্ণ করে তোলা যায় ইমোজির সাহায্যে।
ইউনিকোড কনসরটিয়াম নামে একটি ল্যাঙ্গুয়েজ ডিজিটাইজিং সংস্থা ২০২১ সালে ব্যবহারকারীদের দ্বারা সবচাইতে ব্যবহৃত ইমোজিগুলোর একটি তলিকা সামনে নিয়ে এসেছে। এই বছর সবচাইতে বেশি যে ইমোজি ব্যবহার করা হয়েছে তা হল ‘Face with tears of joy’ বা ‘আনন্দের অশ্রু’ ইমোজি।
প্রতিবেদনে বলা হয়, স্মাইলি বা আবেগ-সম্পর্কিত ইমোজি পাশাপাশি অন্যান্য বস্তু, অ্যাকশন এবং খেলাধুলার উপর ভিত্তি করে ইমোজি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে হার্ট সেফ ইমোজি। এর মানে দাঁড়ায় ব্যবহার কারীরা শুধু হাসি কান্নায় সীমাবদ্ধ নয়, ভালোবাসা জানাতেও বেশ সক্রিয়।
আর “হাসির কারণে মেঝেতে গড়াগড়ি” খাওয়ার ইমোজি - যা আনন্দের অশ্রু ইমোজির অনেকটা পাশ ফিরে শোয়ার মতো দেখায়, সেটি এসেছে তৃতীয় স্থানে।
এ বছরের ফলাফল মহামারী শুরুর আগে ২০১৯ সালে ইউনিকোড কনসোর্টিয়ামের করা গবেষণার ফলাফলের মতোই এসেছে। আনন্দের অশ্রু এবং হার্টও সে বছর শীর্ষ দুই অবস্থানে ছিল। শীর্ষ ১০টি ইমোজির বেলায় অবস্থান বদল হলেও ওই তালিকার নয়টিই এ তালিকায় এসেছে।
গবেষণায় আরও দেখা গেছে, মোট তিন হাজার ছয়শ ৬৩টি ইমোজি থাকলেও শীর্ষ ১০০টি ইমোজিই এই বছর বিশ্বব্যাপী ব্যবহারের শতকরা ৮২ ভাগ দখল করেছে।
তাহলে কোন ইমোজি সবচেয়ে জনপ্রিয়তাহীন? বিভাগের দিক থেকে পতাকার ইমোজি ব্যবহৃত হয়েছে সবচেয়ে কম। আর এর মধ্যে ২৫৮টি ইমোজি নিয়ে রাষ্ট্রীয় পতাকার ইমোজির অবস্থান সবার শেষে।