ফোন নম্বর সেভ করার দরকার নেই! খুব সহজে করুন Whatsapp, জানুন পদ্ধতি



Gamebazz ডেস্ক: ইউজারদের সুবিধার্থে প্রতি মাসেই নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে WhatsApp। তবে এই মেসেজিং অ্যাপ শুধুমাত্র কনট্যাক্টে সেভ থাকা নম্বরেই মেসেজ পাঠানো সম্ভব। তবে অজানা নম্বরে মেসেজ করার আগে সেই নম্বর নিজের ফোনে সেভ করে তবেই WhatsApp-এর মাধ্যমে মেসেজ পাঠানো সম্ভব। তবে অনেক সময় কাজের সূত্রে এমন অনেক নম্বরে মেসেজ করতে হয় যে নম্বর ফোনে সেভ না করলেও চলে। আপনি কি জানেন ফোনের কনট্যাক্টে কোন নম্বর সেভ না করেও WhatsApp মেসেজ করা সম্ভব। আজ্ঞে হ্যাঁ, WhatsApp এর বিশেষ ফিচার ব্যবহার করে এই কাজ করা সম্ভব। WhatsApp এর 'ক্লিক টু চ্যাট' ফিচার ব্যবহার করে কোন নম্বর ফোনে সেভ না করেই যে কোন ব্যক্তিকে মেসেজ করা যাবে। ফোন নম্বর সেভ করার প্রয়োজন না হলেও এই ফিচার ব্যবহারের জন্য যাকে মেসেজ পাঠাবেন সেই ব্যক্তির ফোন নম্বর জানতে হবে। ফোন নম্বর ব্যবহার করে একটি লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্কে ক্লিক করে করা যাবে মেসেজ।


এই লিঙ্কে ক্লিক করলে নিজে থেকেই WhatsApp মেসেজ ওপেন হয়ে যাবে। স্মার্টফোনে WhatsApp অ্যাপ ও WhatsApp Web থেকে 'ক্লিক টু চ্যাট' ফিচার ব্যবহার কতে চ্যাটিং শুরু করতে পারবেন।


লিঙ্ক তৈরি করবেন কীভাবে?


https://wa.me/<নম্বর> এই ফর্মাটে লিঙ্ক তৈরি করতে হবে। এক্ষেত্রে <নম্বর> এ আন্তর্জাতিক ফর্ম্যাটে ফোন নম্বর ব্যবহার করা দরকার। ফোন নম্বরের শুরুতে 0 বাদ দিতে হবে। এছাড়াও নম্বরের মধ্যে কোন ব্র্যাকেট, ড্যাশ ব্যবহার করা চলবে না।


উদাহরণ-


ব্যবহার করুন: https://wa.me/91XXXXXXXXXX


ব্যবহার করবেন না: https://wa.me/+0091-(XXX)XXXXXXX


নিজের লিঙ্কে প্রি-ফিলড মেসেজ ব্যবহার করার উপায়


এই উপায়ে কোন লিঙ্কে ক্লিক করলেই চ্যাট ওপেন হয়ে মেসেজ বক্সে নির্দিষ্ট মেসেজ টাইপ হয়ে থাকবে। এই জন্য https://wa.me/whatsappphonenumber?text=urlencodedtext ব্যবহার করতে হবে। এখানে whatsappphonenumber এর জায়গায় ব্যবহার হবে ফোন নম্বর (আন্তর্জাতিক ফর্ম্যাটে)। urlencodedtext এর জায়গায় যে টেক্সট রাখা হবে লিঙ্কে ক্লিক করলে মেসেজ বক্সে সেই মেসেজ দেখা যাবে।


এছাড়াও চাইলে শুধুমাত্র প্রি-ফিলড মেসেজের মাধ্যমে লিঙ্ক তৈরি করা যাবে। এই জন্য ব্যবহার কররে হবে https://wa.me/?text=urlencodedtext।এই লিঙ্কে ক্লিক করলে আপনি কনট্যাক্ট লিস্ট দেখতে পাবেন। এবার যে যে ব্যক্তিকে একই মেসেজ পাঠাতে চান তা সিলেক্ট করে Send বাটন সিলেক্ট করতে হবে।