স্মার্টওয়াচ দিয়েই মাপা যাবে নিজের ব্লাড প্রেশার! ডিসেম্বরে লঞ্চ হবে Huawei Watch D



Gamebazz ডেস্ক: চিনের টেক জায়ান্ট Huawei তাদের নতুন আর একটি স্মার্ট ওয়্যারেবল ডিভাইস লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। নতুন স্মার্টওয়াচের নাম হতে চলেছে Huawei Watch D। বলা হচ্ছে, এই প্রথম হুয়াওয়ে সংস্থা এমন একটি স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে যা রিস্ট কবজিতে বাঁধা থাকলেই ব্লাড প্রেশা বা রক্তচাপ পরিমাপ করা সম্ভব। যদিও হুয়াওয়ে সংস্থা তাদের আসন্ন Huawei Watch D লঞ্চের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে চিনে ডিসেম্বর মাসে এই স্মার্টওয়াচ লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।


চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে এক টিপস্টার Huawei Watch D- এর প্রোমো ছবি প্রকাশ করেছেন। ওইসব ছবি থেকে বোঝা গিয়েছে যে আগের হুয়াওয়ে ওয়াচের সঙ্গে এই নতুন ওয়্যারেবল ডিভাইসের বেশ কিছু মিল থাকবে। হুয়াওয়ে ওয়াচ ডি- তে একটি আয়তাকার ডিসপ্লে থাকতে পারে। তার ডানদিকে থাকতে পারে দুটো বাটন। শোনা গিয়েছে, হেলথ এবং হোম অপশনের জন্য এই দুই বাটন ব্যবহার করা হবে। এছাড়াও বলা হচ্ছে যে হুয়াওয়ে ওয়াচ ডি- র সাহায্যে ব্লাড প্রেশার মাপা সম্ভব এবং তা মেডিক্যাল ডিভাইস হিসেবেই কাজ করবে। কারণ এই স্মার্টওয়াচে রয়েছে হাই অ্যাকিউরেসি রেট। ওই টিপস্টারের মতে ইতিমধ্যেই হুয়াওয়ে ওয়াচ ডি এর মধ্যেই স্টেট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্লাস ২ মেডিক্যাল ডিভাইস রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে।অন্যদিকে গত সপ্তাহে হুয়াওয়ে ওয়াচ জিটি রানার লঞ্চ হয়েছে চিনে। এই স্মার্টওয়াচের দাম CNY ২১৮৮, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৫০০ টাকা।