IRCTC- র ঘোষণায় বড় চমক! এবার QR কোড ব্যবহার করেই কাটা যাবে টিকিট



Gamebazz ডেস্ক: যাত্রীদের বড় খবর দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC। এবার রেলস্টেশনে পাওয়া যাবে QR কোডের সুবিধা। যে QR কোড ব্যবহার করে এবার টিকিট কাটতে পারবেন গ্রাহকেরা। যে সব নিত্যযাত্রী ভারতের ডিজিটাল ওয়েভে অভ্যস্ত। তাঁদের বেশ সুবিধা হবে এই পরিষেবা প্রদানের ফলে এমনটাই মনে করা হচ্ছে।


গোটা বিষয়টি IRCTC- Paytm এর যৌথ উদ্যোগের ফলে করা হচ্ছে। Paytm এর তরফ থেকে জানানো হয়েছে-- তারা IRCTC-র সঙ্গে নিজেদের যৌথতা বাড়িয়েছে৷ যার ফলে ভারতীয় রেল দেশের সমস্ত রেলস্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন তৈরি করার দিকে হাঁটতে চলেছে।


এখানে একটি প্রশ্ন উঠতে পারে-- ডিজিটাল টিকিট ভেন্ডিং মেশিন তো গোটা দেশেই রয়েছে। তবে IRCTC নতুন কী কর‍তে চলেছে? চমক থাকছে এখানেই। অটোমেটেড টিকিট ভেন্ডিং মেশিন সারা দেশে থাকলেও-- কোনও মেশিনেই QR কোড দেওয়ার প্রচলন নেই। সেই জায়গা থেকে এই উদ্যোগ একেবারে নতুন।


বর্তমানে সারা ভারতে এক ডিজিটাল বুম চলছে৷ গোটা দেশের মানুষ ডিজিটালি একে অপরের সঙ্গে এবং দেশের প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযোগস্থাপন করতে চাইছেন৷ সেই জায়গা থেকে ভারতীয় রেলের এই নিয়ম নাগরিকদের বেশ সুবিধা করে দেবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়-- কোভিডের ঢেউ এখনও পর্যন্ত কাটেনি। রেলের লম্বা লাইনে দাঁড়ানো বেশ বিরক্তিকর হতে পারে। তাই দরকার পর্যাপ্ত পরিকাঠামো এবং ইকুইপমেন্টের। সেই দিকেই একধাপ এগোতে চলেছে ভাররীয় রেল।


বর্তমানে সারা দেশের রেলস্টেশনে যে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনগুলি রয়েছে তা টাচস্ক্রিন দ্বারা কাজ করে৷ স্ক্রিনে টাচ করে স্টেশনের নাম ঠিক করলেই তবে টিকিট পান যাত্রীরা। রেল যে খুব আলাদা করে অন্য কোনও মেশিন বানাবে এমনটা নয়। সেই পুরনো মেশিনগুলিতেই হয়ত নতুন করে QR কোড বসানোর সুবিধা করে দেবে।


যাত্রীরা নিজেদের অসংরক্ষিত টিকিট থেকে প্ল্যাটফর্ম টিকিট সমস্তটাই কাটতে পারবেন৷ পেটিএম, UPI, Paytm ওয়ালেট দিয়ে পেমেন্ট করা যাবে।


কী ভাবে কাটবেন টিকিট? দেখে নিন…


-প্রথমে ATVM থেকে একটি নির্দিষ্ট স্টেশন বেছে নিন।

-পেমেন্ট বিকল্প হিসেবে Paytm-কে বেছে নিন।

-QR কোড স্ক্যান করুন।

-সিলেকশন অনুযায়ী একটি ফিজিকাল টিকিট পেয়ে যান।