ঘন্টায় ২০০ কিমি ! দেশের রাস্তায় ঝড় তুলতে লঞ্চ হল Kawasaki Ninja 300



Gamebazz ডেস্ক: অন্যতম জনপ্রিয় বাইক কোম্পানি  Kawasaki India ভারতীয় বাজারে নতুন আপডেটেড ভার্সন Kawasaki Ninja 300 লঞ্চ করেছে। এর এন্ট্রি-লেভেল মডেলের এক্স-শোরুম মূল্য 3.37 লাখ টাকা। প্রথম এন্ট্রি-লেভেল মডেলের দাম ছিল 3.24 লক্ষ টাকা। অর্থাৎ নতুন মডেলের জন্য গ্রাহকদের খরচ করতে হবে 13 হাজার টাকা বেশি। 2022 মডেলে কোম্পানি গ্রাফিক্স লেভেলে অনেক পরিবর্তন করেছে।এটি পুরানো মডেলের চেয়ে আরও বেশি বোল্ড এবং আকর্ষণীয় দেখাচ্ছে। ইতিমধ্যেই সারা দেশে বুকিং শুরু হয়েছে। 


2022 Kawasaki Ninja 300 তিনটি রঙে লঞ্চ করা হয়েছে - লাইম গ্রিন, ক্যান্ডি লাইম গ্রিন এবং এবোনি। রঙগুলি 2021 মডেলের মতোই রয়ে গেছে, ক্যান্ডি লাইম গ্রিন এবং ইবোনি পেইন্ট অপশনে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। নতুন Ninja 300 এর ফেয়ারিং এবং ফুয়েল ট্যাঙ্কে নতুন গ্রাফিক্স দৃশ্যমান। পাশাপাশি লাইম গ্রিন কালার মডেলে 2021 ভার্সনের মতো গ্রাফিক্স দেওয়া হয়েছে। 


2022 Kawasaki Ninja 300 বাইকে রয়েছে 296 সিসির লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন। যা 11,000 আরপিএমে 38 এইচপি শক্তি ও 10,000 আরপিএমে 26,1 এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারের সংখ্যা ছয়। সঙ্গে আছে অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ। ডায়মন্ড স্টিল ফ্রেমের উপরে বাইকটি নির্মিত। ৭৮০ মিমি সিট হাইটের কারণে খাঁটো ব্যক্তিরাও বাইকে উঠতে কোনও সমস্যায় পড়বেন না‌।


কাওয়াসাকি নিনজা 300 লিটারে 25-28 কিমি মাইলেজ দেয়। হাই-স্পিডে ব্যালেন্স এবং হ্যান্ডলিংও বেশ ভাল‌। তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিমি হওয়ার কারণে বাম্পারে ধাক্কা লাগার সম্ভাবনা থেকে যায়। দেশীয় বাজারে কাওয়াসাকি নিনজা 300 এর সঙ্গে কেটিএম আরসি 390 ও টিভিএস অ্যাপাচি আরআর 310-এর প্রতিযোগিতা চলবে তা বলাই বাহুল্য।