বিরাট সুখবর দিল EPFO ! কর্মচারীর মৃত্যুতে দ্বিগুণ টাকা পাবেন নমিনি, জানুন বিস্তারে



Gamebazz ডেস্ক: EPFO-র বড় সিদ্ধান্ত। এবার থেকে EPFO নথিভুক্ত কোনও ব্যক্তির যদি দুর্ঘটনাজনিত কারণে আচমকা মৃত্যু হয়ে থাকে-- তবে তাঁর নমিনি করে যাওয়া ব্যক্তি দ্বিগুণ টাকা পাবেন। এতদিন পর্যন্ত যে টাকা ওই ব্যক্তির পরিবারের সদস্যরা পেতেন, এবার থেকে তাঁর দ্বিগুণ টাকা পাবেন সদস্যরা। নয়া এই ঘোষণায় বেশ খুশি হবেন EPFO নথিভুক্ত কর্মচারীরা। অনিশ্চিত জীবনের নিশ্চয়তা এবার কিছুটা বাড়ল এমনটাই মনে করছেন সবাই।প্রসঙ্গত, গোটা দেশে কর্মরত প্রায় 30 হাজার কর্মচারী এই সুবিধা পাবেন। প্রত্যক্ষভাবে 30 হাজার কর্রমচারীকে এই সুবিধা দেবে EPFO।


আসলে এই সংস্থার তরফ থেকে প্রায় EX Gracia Relief Fund নামে একটি তহবিল তৈরি করা হয়েছে। এই তহবিল অনুযায়ী দুর্ঘটনায় অথবা আচমকা মৃত নাগরিকদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই তহবিলের মাধ্যমেই আগের প্রদেয় টাকা দ্বিগুণ করা হবে বলে জানানো হয়েছে।


আগে EPFO- র তরফ থেকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের 4.20 লাখ টাকা দেওয়া হত। এখন এই টাকা বাড়িয়ে 8 লাখ করা হয়েছে। শুধু তাই নয়, প্রতি তিন বছরের হিসাবে এই টাকা বার্ষিক 10% করে বাড়ানো হবে।ইতিমধ্যেই EPFO বিষয়টি নিয়ে একটি সার্কুলার জারি করে ফেলেছে। সেই সার্কুলারে সমস্ত অফিসগুলোকে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল যে বা যাঁরা কোভিড অতিমারির কারণে মারা গিয়েছেন--- তাঁরা অবশ্য এই টাকা পাবেন না।