Gamebazz ডেস্ক: বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিতে এবার আসরে নেমেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। Jio, Airtel কে টেক্কা দিতে একের পর এক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে BSNL। আপনি যদি ছোট ভ্যালিডিটির প্ল্যান রিচার্জ না করে এক বছরের জন্য রিচার্জ করতে চান তবে BSNL আপনার জন্য দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছে। Jio, Airtel এর মতো BSNL এর প্ল্যানেও 365 দিন ভ্যালিডিটি পাওয়া গেলেও আপাতত গ্রাহকদের 60 দিন অতিরিক্ত বৈধতা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। অর্থাৎ BSNL রিচার্জে 365 দিনের পরিবর্তে 425 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এক বছর ভ্যালিডিটিতে Jio গ্রাহকদের 2879 টাকা, Airtel গ্রাহকদের 2999 টাকা খরচ হলেও BSNL গ্রাহকরা মাত্র 2399 টাকা খরচ করেই 425 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
2399 টাকা BSNL প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে মিলবে 425 দিন ভ্যালিডিটি। অর্থাৎ মোট 850 GB ডেটা পাওয়া যাবে। যে কোন লোকাল ও ন্যাশনাল নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। তবে দৈনিক হাই স্পিড ডেটা লিমিট শেষ হলেও ইন্টারনেট ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। সেই ক্ষেত্রে স্পিড কমে 40 kbps হবে। এর সঙ্গেই থাকছে প্রতিদিন 100 SMS।
এদিনে 2879 টাকা প্ল্যানে মিলবে 730 GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। থাকছে আনলিমিটেড ভয়েস কলিং। দৈনিক ডেটা লিমিট শেষ হলে স্পিড কমে 64 kbps হবে। এর সঙ্গে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে সব Jio অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
2999 টাকা রিচার্জে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। এই প্ল্যানের সঙ্গেও মোট 730 GB ডেটা পাওয়া যাবে। Jio-র মতোই Airtel প্ল্যানের ভ্যালিডিটিও 365 দিন। এই প্ল্যানের সঙ্গে Airtel প্রিপেড গ্রাহকরা গোটা দেশে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। সঙ্গে থাকছে প্রতিদিন 100 SMS।
এছাড়াও Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে। সঙ্গে থাকছে বিনামূল্যে 1 মাসের Amazon Prime Mobile ট্রায়াল, Apollo 24 7 এ 100 টাকা ক্যাশব্যাক FASTag ও বিনামূল্যে হ্যালোটিউনের সুবিধা। এছাড়াও 2999 টাকা প্ল্যানের গ্রাহকরা Wynk Music সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।