প্রিন্টের ঝামেলা নেই, অনলাইনেই PDF ডকুমেন্টে সই করুন! রইল সহজ পদ্ধতি



Gamebazz ডেস্ক: সাম্প্রতিক সময়ে মানুষ অনলাইনে সব কাজ করে থাকেন। অনলাইনে আবেদন করা থেকে শুরু করে কোনও গুরুত্বপূর্ণ দরখাস্তে সইও অনলাইনে করা হয়। এই পরিস্থিতি অনলাইনে সই করার জন্য অনেকে প্রিন্ট করেন। এবং তারপর সেই পেপারে প্রিন্ট করে সেগুলি স্ক্যান করে ফের আপলোড করেন। এর ফলে অনেক সময় খরচ হয়। এবং তার সঙ্গে অনেক টাকাও খরচ হয়।


কিন্তু খুব সহজেই চাইলে ডিজিট্যাল সই করা সম্ভব। অথবা যেকোনও PDF ডকুমেন্টে সই করতে পারবেন। পুরো পদ্ধতি খুবই সহজ। এর জন্য আলাদা করে স্ক্যান বা প্রিন্ট করার প্রয়োজন হয় না। ফলে টাকা খরচও হয় না। পুরো কাজটি করতে 5 মিনিটের মধ্যে সম্ভব হবে।


কীভাবে PDF ডকুমেন্টে সই করবেন?


PDF-এ ডিজিট্যাল সই করার জন্য কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে সব পদ্ধতিগুলি জানতে পারবেন। মোট দুটি পদ্ধতিতে সই করতে পারবেন। জেনে নিন সেই উপায়গুলি-


-কোনও PDF-এ সই করার জন্য প্রথমে একটি সাদা পাতায় নিজের সই করে নিন। এবং সেই ছবি তুলে রাখুন। প্রয়োজনে ক্লাউডে সেভ করে রাখতে পারেন। কারণ ক্লাউডে সেভ করে রাখলে যে কোনও জায়গা থেকে অ্যাকসেস করা সম্ভব।


-এবার নিজের PC থেকে PDF অনলাইন সই এর জন্য যেকোনও একটি ওয়েবসাইট লঞ্চ করুন। https://smallpdf.com/sign-pdf-এই লিঙ্কেও ক্লিক করে আপনারা নির্দিষ্ট ওয়েবপেজে পৌঁছে যেতে পারেন।


-সেখানে রয়েছে আপলোড ডকুমেন্ট অপশন। ওই অপশনে ক্লিক করে যে PDF-ফাইলে সই করতে চাইছেন সেই ফাইল আপলোড করুন।

ফাইল আপলোডের পর সেখানে জানতে চাওয়া হবে কীভাবে সই করতে জানতে চাওয়া হবে।


-সেখানে ডিজিট্যাল সই করার অপশন থাকবে। যদি আপনার কাছে পেন ট্যাব থাকে তাহলে সহজেই পেন ট্যাব দিয়ে নিজের সই করতে পারবেন। যদি না থাকে তাহলে ইমেজ আপলোড অপশনে ক্লিক করুন।


-আপলোড করুন আপনার সই-এর ছবি। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার আপলোড করা সই পেস্ট করুন। এবং Sign অপশনে ক্লিক করুন।


-পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ডকুমেন্টে সই করা সম্পন্ন হবে। এবং সেই ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে সেই ডকুমেন্ট নির্দিষ্ট ব্যক্তিকে মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন।