আর ফ্রি নয়! Telegram ব্যবহারেও খসবে গাঁটের কড়ি , বড়সড় আপডেটে মাথায় হাত ইউজারদের



Gamebazz ডেস্ক: এতদিন পর্যন্ত টেলিগ্রাম ছিল সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যেত এই চ্যাটিং প্ল্যাটফর্ম। যে কোনও স্টিকার বা অন্য কোনও ফিচার ব্যবহার যেত সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সম্প্রতি দেখা গেছে Telegram-এ স্টিকার ডাউনলোড করার জন্য টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ কোনও ব্যবহারকারী স্টিকার প্যাক কেনার জন্য আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে। এতদিন পর্যন্ত যা ফ্রি-তে ছিল। যদিও যাঁরা নতুন Telegram ডাউনলোড করছের তাঁদের কোনও পেমেন্ট করতে হচ্ছে না।


এছাড়াও Android এর ক্ষেত্রে পেমেন্ট করার কোনও অপশন চালু হয়নি। শুধুমাত্র iOS-এর ক্ষেত্রেই পেমেন্ট অপশন চালু করা হয়েছে। কিন্তু Telegram-এর তরফে এবিষয়ে কিছুই বলা হয়নি। বরং যাঁরা নতুন টেলিগ্রাম ডাউনলোড করে ইনস্টল করছেন তাঁদের মোবাইল স্ক্রিনে একটি বার্তা দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, "সারা জীবনের জন্য Telegram ফ্রি। কোনও বিজ্ঞাপন নেই। কোনও সাবক্রিপশন ফি নেই। কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এখন ফ্রি হলেও আগামী দিনে Telegram ব্যবহার করতে পেমেন্ট করতে হতে পারে।


কিন্তু সম্প্রতি এবিুষয়ে একটি টুইট করেছেন আলেসেন্দ্রো পালুজ়ি। তিনি লিখেছেন, তাঁর কাছে একটি বার্তা দেখাচ্ছে Telegram। সেখানে আজীবন ফ্রি-র পরিবর্তে দেখাচ্ছে, Telegram-এ আনলিমিটেড ফ্রি ক্লাউড স্পেস পাওয়া যাবে। যেখানে চ্যাট এবং মিডিয়া স্টোর করে রাখা সম্ভব।যদিও দীর্ঘদিন আগেই জানা গিয়েছিল, প্রিমিয়াম স্টিকার সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার নিয়ে কাজ করছে টেলিগ্রাম। বিশেষজ্ঞদের ধারণা সম্ভবতঃ সেগুলি ব্যবহারের জন্যই আলাদা করে টাকা খরচ করতে হবে।