দিনের বেলা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বর্ষার আগমণের দিকে চেয়ে আছে সকলেই। সামান্য ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে।২ জুনের মধ্যে রাজ্যে ঝড়বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের উপরে এবং রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত দুটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে।
তবে মঙ্গলবার কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ফলে বিকেলের পর থেকে গরম ও অর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে।কলকাতাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাড়বে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।