Gamebazz ডেস্ক: এখন প্রায় সকলেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। মুহূর্তের মধ্যে প্রিয়মানুষের যেমন খোঁজ পাওয়া যায় তেমন পাঠানো যায় ভিডিও ফটো।কিন্তু জানেন কি এবার থেকে শুরু খোঁজখবর বা বার্তালাপই নয়, গুরুত্বপূর্ণ নথিও পেয়ে যাবেন WhatsApp থেকেই।
WhatsApp-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে MyGov Helpdesk। এবার হোয়াটসঅ্যাপেই অ্যাকসেস করতে পারবেন ডিজি লকার। ফলে সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আধারকার্ড, প্যান কার্ড, গাড়ির লাইসেন্স-সহ যাবতীয় নথি।চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করবেন প্যান-আধার?
-প্রথমে আপনার ফোনে সেভ করে নিন ৯০১৩১৫১৫১৫ নম্বরটি।
-সেভ করার পর ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। লিখবেন, ‘Hi’ বা ‘Digilocker’।
-এরপরই ডিজি লকার হেল্প ডেস্কের তরফে আপনার কাছে একটি তালিকা পাঠানো হবে। সেখানে থাকবে কোন কোন পরিষেবা আপনি পেতে পাবেন।
-যে পরিষেবা আপনি চাইছেন, তালিকা থেকে বেছে নিতে হবে তার নম্বরটি।
ব্যস এরপরই ডিজি লকারের তরফে হোয়াটসঅ্যাপেই পাঠানো হবে আপনার প্রয়োজনীয় নথি। তবে হ্যাঁ, ডিজি লকার অ্যাপে যাদের নথি সেভ করা রয়েছে, কেবলমাত্র তারাই এই সুবিধা পাবেন।