রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড হবে আধার কার্ড! দারুন সুযোগ দিল UIDAI



Gamebazz ডেস্ক: আধার কার্ড গ্রাহকদের জন্য দারুন খবর। রেজিস্টার্ড মোবাইল নম্বর  ছাড়াই এবার আধার কার্ড ডাউনলোড করার সুবিধা পাওয়া যাচ্ছে। আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া , যাঁরা এখনও আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ করেননি, তাঁদের জন্য নতুন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে।


এই পরিষেবা নিতে গ্রাহককে প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে My Aadhaar-এ ক্লিক করতে হবে। এখানে অর্ডার আধার পিভিসি কার্ড-এ ক্লিক করতে হবে।


এবার সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এখানে আধার নম্বরের পরিবর্তে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর লিখতেও পারেন কেউ। এই প্রক্রিয়ার পরে যিনি এই সুবিধা নিতে চান, তাঁকে ক্যাপচা কোড লিখতে হবে।


যদি আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে, এবং আধার কার্ড ডাউনলোড করতে চাল তাহলে মোবাইল রেজিস্টার্ড নয়, সেখানে ক্লিক করতে হবে। এরপরেই সেখানে বিকল্প নম্বর কিংবা রেজিস্টার্ড নয় সেরকম মোবাইল নম্বর লিখতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। বিকল্প নম্বরে ওয়ান টাইম পার্সোয়ার্ড চলে যাবে।


এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস-এ চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর সাবমিট করতে হবে।এরপর আবেদনকারীর জন্য নতুন একটি পাতা খুলে যাবে। পুনর্মুদ্রণ যাচাইয়ের জন্য আধার চিঠিক বিকল্প পাওয়া যাবে। এরপরেই মেক পেমেন্ট বিকল্পে ক্লিক করতে হবে।