Gamebazz ডেস্ক: চলতি বছরেই প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল বেসরকারি টেলিকম সংস্থাগুলি। Jio, Airtel ছাড়াও এই তালিকায় নাম লিখিয়েছিল Vodafone-Idea। সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছে ফের পরিষেবা ব্যবহারের খোরাক বাড়াতে পারে এই সংস্থাগুলি। কিন্তু এই পরিস্থিতিতেও গ্রাহকের কাছে সস্তায় পরিষেবা তুলে দিচ্ছে BSNL।
BSNL - এর ঝুলিতে রয়েছে একাধিক সস্তা প্ল্যান। এই প্ল্যান ব্যবহার করে প্রতিদিন 5 টাকার কম খরচ করেও আনলিমিটেড ভয়েস কল ও ডেটা ব্যবহার করা যাবে। BSNL - এর এই প্ল্যান ব্যবহারের খরচ এতটাই কম যে Reliance Jio, Airtel, Vodafone-Idea - র মতো বেসরকারি সংস্থাগুলি এবার চাপে পরে যেতে পারে। অবিশ্বাস্য সস্তা প্ল্যানে কী কী সুবিধা দিচ্ছে BSNL? এই প্ল্যান রিচার্জে খরচ কত? দেখে নিন।
BSNL 147 টাকা প্রিপেড প্ল্যান
এই প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা 30 দিনের বৈধতা পাবেন।। অর্থাৎ প্রতিদিন 5 টাকার কম খরচ করতে হবে। এই প্ল্যানের সঙ্গে মিলবে 10 GB হাই স্পিড ডেটা। যদিও ডেটা ব্যবহারের কোন সীমা থাকছে না। অর্থাৎ হাই স্পিড ডেটা শেষ হলেও কম স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। এছাড়াও BSNL Tunes সেট করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। 147 টাকা প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল ভয়েস কলের সুযোগ পাবেন। যদিও এই প্ল্যানের সঙ্গে থাকছে না কোন SMS - এর সুবিধা। এই প্ল্যানের গ্রাহকরা SMS করতে চাইলে অতিরিক্ত খরচ করতে হবে।