Gamebazz ডেস্ক: কম দামে গ্রাহকের কাছে দুর্দান্ত অফার তুলে দিয়ে সুনাম কুড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। Jio, Airtel এর মতো বেসরকারি সংস্থাগুলির থেকে অনেক কম খরচে আরও বেশি সুবিধা দেওয় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। তাই মধ্যবিত্ত গ্রাহক ধীরে ধীরে এই টেলিকম নেটওয়ার্কের দিকে ঝুঁকছেন। একের পর এক সস্তা প্ল্যান এনে প্রতিযোগীদের নাস্তানাবুদ করেছে BSNL। এই প্রতিবেদনে এমন একটি প্ল্যান সম্পর্কে জানাব যেখানে প্রায় 3 টাকা খরচ করে 1 GB ডেটা ব্যবহার করতে পারবেন।
BSNL 349 টাকা রিচার্জ-
347 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সঙ্গে মিলবে আনলিমিটেড কল ও 100 SMS। গেম প্রেমীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। BSNL 349 টাকা প্রিপেড রিচার্জে 56 দিন বৈধতা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট 112 GB হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। অর্থাৎ প্রতি GB ডেটা ব্যবহারে খরচ হবে 3.09 টাকা।
Jio 533 টাকা রিচার্জ-
533 টাকা প্ল্যানে Jio প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 56 দিন। অর্থাৎ একই সুবিধার জন্য BSNL-এর থেকে Jio গ্রাহকদের 186 তাকা বেশি খরচ করতে হবে।
Airtel 549 টাকা রিচার্জ-
এই প্ল্যানের সঙ্গেও মিলছে প্রতিদিন 2 GB ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং। 549 টাকা Airtel প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই ক্ষেত্রে একই সুবিধা পেতে Airtel গ্রাহকদের 202 টাকা অতিরিক্ত খরচ করতে হবে।
তবে শুধু টেলিকম নয় ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার দিকে অন্য বেসরকারি সংস্থাগুলির থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে BSNL। গ্রাহকদের সুবিধার জন্য প্রতিটি সংস্থার থেকে বেশ কয়েকটি অফার দিতে শুরু করেছে সংস্থাটি। এবার BSNL ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে OTT-র সুবিধা দেওয়া চালু করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। 749 টাকা প্ল্যানের সঙ্গে 100 MBPS স্পিড পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ Work From Office হোক অথবা অনলাইন এডুকেশন যে কোনও কাজ করতে এই ইন্টারনেট স্পিডে কোনও সমস্যা হবে না। শুধু তাই নয়, যারা বিনোদনের জন্য হাই স্পিড নেট ব্যবহার করেন তাঁদের জন্যও এই প্ল্যানটি বেশ সুবিধার। কারণ যেমন হাইস্পিড ডেটা পাওয়া যাবে তেমনই একাধিক OTT প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। ফলে গ্রাহকদের বেশ সুবিধার হবে।