Gamebazz ডেস্ক: করোনাকালে লকডাউনের পর স্কটল্যান্ডে আগের থেকে 77 শতাংশ বেশি মানুষ সাইকেলে যাতায়াত শুরু করেছেন। সাইকেল আরোহীদের সুরক্ষিত রাখতে সেই দেশে শুরু হয়েছে 'Give Cycle Space’ কর্মসূচি। স্কটল্যান্ড পুলিশের সমর্থনে এই সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে সাইক্লিং স্কটল্যান্ড ।
রাস্তায় গাড়ি চালানোর সময় সাইকেল আরোহীদের গা ঘেঁসে চলে যান অনেকেই। স্কটল্যান্ডে অন্তত 34 শতাংশ গাড়ি চালক সাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় অন্তত 1.5 মিটার দূরত্ব বজায় রাখেন না। গোটা দেশের রাস্তায় সাইকেল চালানো আরও সুরক্ষিত করার জন্যই এই কর্মসূচির সূচনা। এই জন্য গাড়ি চালকদের মধ্যে আরও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে সাইকেল আরোহীদের জন্য জায়গা ছাড়ার আবেদন। সাইক্লিং স্কটল্যান্ডকে এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে সেই দেশের পুলিশ।
স্কটল্যান্ডের আইন অনুযায়ী সাইকেল চালকের গা ঘেঁসে গাড়ি চালিয়ে গেলে লাইসেন্স থেকে 3 পয়েন্ট কেটে নেওয়ার সঙ্গেই 100 পাউন্ড (প্রায় 9,500 টাকা) জরিমানা করা হয়। যে কোন সাইকেল আরোহীর পাশ থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় অন্তত 1.5 মিটার জায়গা ফাঁকা না রাখলে এই জরিমানা করা হয়ে থাকে।