সত্যিই কি কাগজ দিয়ে তৈরি হয় ভারতীয় নোট? আসল তথ্য জানলে চমকাবেন



Gamebazz ডেস্ক: প্রায় সব লোকই ভাবতেন ভারতীয় রঙ-বেরঙের নোট কাগজ থেকেই তৈরি হয়। কিন্ত জানলে অবাক হয়ে যেতে হবে, যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মোটেই কাগজ দিয়ে নোট তৈরি করে না। তাই যে লোকেরা ভুল জানতেন, তাঁরা আসল তথ্য জেনে নিতে পারেন। ভারতীয় নোট ঠিক কী দিয়ে তৈরি করা হয়, তা এখানে উল্লেখ করা হল। যে তথ্য আসলে চমকে দেওয়ার মতো।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে নোট তৈরিতে 100 শতাংশ কটন ব্যবহার করা হয়। চমকে দেওয়ার মতো হলেও এ তথ্য খাঁটি। হালকা, বেশিদিন টেকসই ইত্যাদি কারণের জন্যই ভারত-সহ একাধিক দেশ নোট তৈরির ক্ষেত্রে কটন ব্যবহার করে।


RBI যে তথ্যগুলি জানায় না


ভারতীয় নোট দেশের অর্থনীতির বুনিয়াদ। তাই এই নোট যদি জাল হতে শুরু করে, সেক্ষেত্রে অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। Reserve Bank of India Act, 1934-এর নিয়ম অনুযায়ী কেবলমাত্র Reserve Bank of India-ই ব্যাঙ্ক নোট ছাপাতে পারে। যদি কেউ এমন কাজ করে, তবে তাঁকে আইনানুযায়ী শাস্তির মুখে পড়তে হয়। এই নোট ছাপাতে ঠিক কতটা পরিমাণে তুলো, নিলেন ও অন্য জিনিসের প্রয়োজন হয় ও সেই অণুপাত কত, তা গোপন রাখে RBI।


আমেরিকাতেও এই একই পদ্ধতিতে নোট তৈরি করা হয়। কাগজে নোট ছাপানো হলে, তা সহজেই ছিঁড়ে যেত। অথবা দীর্ঘদিন যদি কাগজের তৈরি নোট পকেটে রাখা হত, সেক্ষেত্রে তা ছিঁড়ে যেত। কিন্তু একটি নোট বছরের পর বছর হাতে হাতে প্রতিদিন ঘোরার পরেও খুব বেশি পরিমাণে ছিঁড়ে যায় না। অন্যদিকে, এই নোট হয় নমনীয়ও। একটি রিপোর্ট বলছে, এই আমেরিকান নোট 75 শতাংশ কটন ও 25 শতাংশ লিনেন দিয়ে তৈরি হয়।বর্তমানে ভারতীয় নোট ছাপানো হয় 5, 10, 20, 50, 100, 200, 500 ও 2000 টাকার। এই সবকটি নোটই লিনেন , তুলো দিয়ে তৈরি করা হয়।