Gamebazz ডেস্ক: কলকাতায় একলাফে ফের বাড়ল ডিমের দাম। যার জেরে পাইকারি বাজার থেকে খুচরো বাজারে বেড়ে গেল ডিমের দাম। ফলে কার্যত মাথায় হাত পড়ল আমজনতার। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের দাম অনুযায়ী, মুরগির প্রতি পিস ডিমের পাইকারি দাম সম্প্রতি বেড়ে দাঁড়িয়েছে 5.90 টাকা। আগে এই দাম ছিল 5.85 টাকা। পাইকারি দাম 5.90 টাকা হওয়ায় যা কিনা দোকানে বিক্রি হচ্ছে 6.50 টাকা থেকে 7 টাকা দরে। কোথাও কোথাও জোড়া ডিম বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা দরে। ফলে যে জোড়া ডিমের দাম এতদিন ছিল 11 টাকা, তা বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকাতে। অর্থাৎ 1 থেকে 2 টাকা দাম বাড়ল ডিমের দামে।
ডিমের ট্রে-র দামও স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পেয়েছে। যে ডিমের ট্রে-র দাম এতদিন ছিল 160 টাকা থেকে 165 টাকা, সেই দামই এখন বেড়ে হল 175 থেকে 182 টাকা। যা মাসের খরচ বাড়াবে সাধারণ মধ্যবিত্তের। এমনিতেই নানা জিনিসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটে চাপ বেড়েছে। এরমধ্যেই ডিমের দাম বৃদ্ধির ফলে তা গোদের উপর বিষফোঁড়াসম হয়ে উঠেছে।
এর আগে মে মাসেও ডিমের দাম বৃদ্ধি পেয়েছিল। মে মাসের মাঝামাঝি সময়ে ট্রে পিছু ডিমের দাম 15 টাকা থেকে 25 টাকা বেড়ে গিয়েছিল। এরপর ফের একবার বাড়ল ডিমের দাম। মে মাসের শুরুতে কলকাতায় ট্রে পিছু ডিম ছিল 140 থেকে 145 টাকা। সেই দামই মাসের মাঝামাঝি সময়ে হয়ে যায় 160 থেকে 165 টাকা। এবার তা বেড়ে হল 175 থেকে 180 টাকা। অর্থাৎ গত দু'মাসে ট্রে পিছু (30 টি ডিম) ডিমের দাম প্রায় 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেল।