Gamebazz ডেস্ক: সপ্তাহের শেষে প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আসতে পারেন কাছাকাছি কোথাও থেকে। কিন্তু অনেকেই ভাবেন, কাছাকাছি তো সব জায়গায় প্রায় ঘোরা শেষ। তাহলে গন্তব্য কোথায়? এর উত্তর দিতে প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকারের টুরিজ়ম ডিপার্টমেন্ট।
পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তরফে ব্যবস্থা করা হয়েছে গঙ্গাবক্ষে ভ্রমণ। শুধু ভ্রমণ নয়, খাওয়া-দাওয়ারও ব্যবস্থা থাকছে। সারাদিন প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে পশ্চিমবঙ্গ সরকারের এই প্যাকেজ ট্যুর অনলাইনে বুক করতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে ট্যুর প্ল্যানগুলি ব্যবস্থা করা হয়েছে সেগুলির খরচ বিভিন্ন রকম। চন্দননগর ব্যান্ডেল ট্যুর- সকাল 7টা থেকে শুরু হয়ে এই ট্যুর শেষ হবে সন্ধে সাড়ে 6 টায়। AC বাস এবং ভেসেলে করে চন্দননগর, ব্যারাকপুর এবং ব্যান্ডেল ঘোরানো হবে। থাকছে জলখাবার এবং লাঞ্চের ব্যবস্থা। এর জন্য খরচ 1699 টাকা।ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, চন্দননগর এবং ব্যান্ডেল ভ্রমণ-এটি দু-দিনের ট্যুর। সকাল সাড়ে 10 টা থেকে শুরু হয়ে সাড়ে 7টা পর্যন্ত চলবে। খাওয়ার ব্যবস্থা থাকবে ক্রুজের ভিতরেই। এর জন্য খরচ 3698 টাকা।এই দুটি প্যাকেজ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি প্যাকেজ ট্যুর। যে কেউ ওই প্যাকেজ ট্যুর বুক করতে পারবেন।
অনলাইনে কীভাবে প্যাকেজ ট্যুর বুক করবেন?
-প্রথমে রাজ্য সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইটটি ওপেন করুন। ওয়েবসাইট অ্যাড্রেসটি হল- https://www.wbtdcl.com/package
-এই ওয়েবসাইটটি খুললেই দেখতে পাবেন গঙ্গাবক্ষে ঘোরার জন্য একাধিক প্যাকেজ ট্যুর। আপনার পছন্দের কোনও একটি ট্যুর পছন্দ করে View Detail অপশনে ক্লিক করুন।
-এরপর অন্য একটি পেজ খুলবে। সেখানে একদম নীচে রয়েছে একটি বক্স। কোন দিন যেতে চাইছেন এবং কতজন যাবেন সেই তথ্য উল্লেখ করতে হবে।
-এরপর Go বাটনে ক্লিক করুন। অথবা Submit বাটন থাকলে সেখানে ক্লিক করুন।
-তারপর সেখানে অ্যাকাউন্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে।
-নিজের অ্যাকাউন্টে ঢোকার পর সেখানে প্যাসেঞ্জারদের নাম দিতে হবে। এবং আরও কিছু তথ্য দিতে হবে।
-অবশেষে সব রিভিউ করে বুকিং অপশন ক্লিক করুন। এবং অনলাইন পেমেন্ট করে বুক কনফার্ম করতে হবে।